Advertisement
রঙের উৎসবে রঙিন মেজাজে টলিউড-বলিউডের তারকারা, দেখুন সেলিব্রেশনের ছবি
দোলের পাশাপাশি শবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত জাহান।
"আনন্দে ভরুক মন প্রাণ, ভাল কাটুক আগামী দিনগুলো", বসন্তোৎসবের শুভেচ্ছা জানিয়ে এই কামনাই করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রঙিন মেজাজে ছবি পোস্ট করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
সাদা-কালো ছবি পোস্ট করে দোল উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন দেব। তবে তাঁর প্রেমিকা রুক্মিণী বেশ রঙিন ছবিই আপলোড করেছেন।
দোলের পাশাপাশি শবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত জাহান। তাঁর বনুয়া মিমি চক্রবর্তী আবার রঙের উৎসব পালন করেছেন হলুদ শাড়ি পরে।
সবুজ-লালের আবহে বসন্তোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন চক্রবর্তী। গোলাপি আবিরে হাত রাঙিয়েছেন ইশা সাহা।
Published By: Suparna MajumderPosted: 05:15 PM Mar 18, 2022Updated: 05:15 PM Mar 18, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
