shono
Advertisement

কিউয়িদের হেলায় হারাল ধোনির ভারত

এদিন বিরাটের রানে যতই সহজ জয় আসুক, ভিতটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন দুই বোলার৷ The post কিউয়িদের হেলায় হারাল ধোনির ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 02:21 AM Oct 17, 2016Updated: 08:51 PM Oct 16, 2016

নিউজিল্যান্ড – ১৯০ (লাথাম ৭৭)
ভারত – ১৯৪/৪ (বিরাট ৮৫*)
৬ উইকেট জয়ী ভারত

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলে কি সেরা ফিনিশারের নামটা পাল্টে গেল? গত কয়েক বছর যাঁকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাতে দেখা যেত, তাঁর জায়গা কি অন্য কেউ দখল করলেন? সুপার সানডেতে টিম ইন্ডিয়ার জয় দেখার পর অনেকের মনেই হয়তো এমন প্রশ্ন উঠতে শুরু করেছে৷

স্কোরবোর্ডে তখন জ্বলজ্বল করছে ১৮৮ রান৷ জয়ের জন্য বাকি আর তিন রান৷ সোধির ডেলিভারিকে স্ট্রেট ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন বিরাট কোহলি৷ ধরমশালায় প্রথম ওয়ানডে ম্যাচে জয় পকেটে পুরল ভারত৷ দেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের মতোই এদিন সুন্দর একটি ম্যাচ উপহার পেলেন দর্শকরা৷

রোহিত, রাহানে, ধোনিরা অল্প রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও আজকাল গ্যালারিতে বসে থাকা দর্শকরা হতাশ হন না৷ জয়ের বিষয়ে আত্মবিশ্বাস হারায় না ভারতীয় ড্রেসিং রুমও৷ কারণ ‘বিরাট’ অস্ত্র যতক্ষণ থাকে, জয়ের আশাও বেঁচে থাকে৷ আর সেই আশার ফের পূর্ণ মর্যাদা দিলেন ভারতের টেস্ট অধিনায়ক৷ দলকে জিতিয়ে ৮৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি৷

তবে এদিন বিরাটের রানে যতই সহজ জয় আসুক, ভিতটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন দুই বোলার৷ অমিত মিশ্র ও হার্দিক পাণ্ডিয়া৷ আইপিএল-এর দৌলতে পাণ্ডিয়া ইতিমধ্যেই চেনা মুখ হয়ে উঠেছেন৷ আইপিএল মুম্বইয়ের হয়ে নজরও কেড়েছিলেন৷ জীবনের প্রথম একদিনের ম্যাচে ভারতের জার্সি গায়ে তিনি করেন, সেদিকে নজর ছিল দর্শকদের৷ হতাশ করেননি৷ ৭ ওভারে ৩১ রান দিয়ে তিনটে উইকেট ঝুলিতে ভরে অভিষেকেই ম্যাচের সেরা হয়ে গেলেন তিনি৷ তিন উইকেট তুলে নিয়ে ওয়ানডেতে ৫০টি উইকেটের মালিক হয়ে গেলেন অমিত মিশ্র৷ নিউজিল্যান্ডের ৭ উইকেটে ৭১ রানের মতো খারাপ পরিস্থিতি থেকে দলকে অনেকটা টেনে তোলেন লাথাম৷ ৪৩.৫ ওভারে ১৯০ রানে শেষ হয় কিউয়িদের ইনিংস৷ জবাবে ৩৩.১ ওভারে চার উইকেট হারিয়েই জয় হাসিল করল ধোনিবাহিনী৷

The post কিউয়িদের হেলায় হারাল ধোনির ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement