Advertisement
সমুদ্রের মাঝে বিবেকানন্দ রকে উড়ছে তেরঙ্গা! ৭৫ ফুট লম্বা পতাকা উত্তোলন সেনার
উদযাপনে সামিল দেশবাসীও।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। সাধারণ মানুষ থেকে সেনা- উদযাপনে সামিল সকলেই। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত বিবেকানন্দ রকে ৭৫ ফুট লম্বা পতাকা উত্তোলন করল ভারতীয় সেনা।
ভারতীয় সেনার সাউদার্ন কমান্ডের তরফ থেকে এই পতাকা উত্তোলন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তিরুবনন্তপুরম মিলিটারি স্টেশনের জওয়ানরা পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে সারে জাঁহা সে আচ্ছা গান পরিবেশন করেন মিলিটারি ব্যান্ডের সদস্যরা। কেরালার ঐতিহ্যবাহী মার্শাল আর্ট কালারিপ্পাট্টূও পরিবেশন করা হয়।
Published By: Anwesha AdhikaryPosted: 08:02 PM Aug 12, 2022Updated: 08:02 PM Aug 12, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
