shono
Advertisement

মাঝ আকাশে আইএস স্লোগান, জরুরি অবতরণ বিমানের

অভিযুক্ত যাত্রীর জিজ্ঞাসাবাদ চলছে৷ The post মাঝ আকাশে আইএস স্লোগান, জরুরি অবতরণ বিমানের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:36 PM Jul 28, 2016Updated: 01:06 PM Jul 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে আইএস-এর স্লোগান যাত্রীর৷ গতিপথ পরিবর্তন করে মুম্বইতে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান৷ অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Advertisement

বৃহস্পতিবার দুবাই থেকে কালিকট আসছিল ইন্ডিগোর বিমানটি৷ মাঝ আকাশেই হঠাৎ এক ব্যক্তি সিট ছেড়ে উঠে পড়েন৷ আইএস-এর সমর্থনে চিৎকার করে স্লোগান দিতে থাকেন৷ তড়িঘড়ি বিমানটির গতিপথ ঘুরিয়ে মুম্বই এয়াপোর্টে অবতরণ করানো হয়৷ সকাল তখন ৯.১৫ মিনিট৷

অভিযুক্ত যাত্রীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ এই অদ্ভূত আচরণের কারণ খোঁজার জন্য চলছে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ৷ কিছুক্ষণ পরেই বিমানটি নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা দেয়৷

The post মাঝ আকাশে আইএস স্লোগান, জরুরি অবতরণ বিমানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement