shono
Advertisement

সংসদ ভবন ওড়ানোর ছক জঙ্গিদের

সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে মরিয়া পাক গুপ্তচর সংস্থা ISI...
Posted: 12:27 AM Oct 11, 2016Updated: 06:57 PM Oct 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাক জঙ্গিদের নিশানায় সংসদ ভবন। গোয়েন্দা সূত্রে খবর, দেশের মাটিতে নতুন করে হামলার ছক কষছে জৈশ-ই-মহম্মদ জঙ্গিরা। কেন্দ্রীয় গোয়েন্দারা এ বিষয়ে চূড়ান্ত সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে৷

Advertisement

বস্তুত, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে মরিয়া পাকিস্তান। বিশেষ সূত্রের খবর, আন্তর্জাতিক মহলের চাপে এখনই সরাসরি যুদ্ধ ঘোষণা করতে অক্ষম পাকিস্তান আড়াল থেকে ভারতকে রক্তাক্ত করতে চাইছে৷ পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতে ফিদায়েঁ হামলা চালাতে জঙ্গিদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে। তবে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দিল্লির সংসদ ভবনে জঙ্গি আক্রমণের ছক বানচাল করা৷ গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, সংসদ ভবন উড়িয়ে দেওয়ার ছক কষছে জৈশ জঙ্গিরা। এই পরিকল্পনার মাস্টারমাইন্ড জৈশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার। হামলা হতে পারে লোটাস টেম্পল-সহ অন্যান্য জনবহুল স্থানেও।

এর আগে ২০০১ সালে সংসদ ভবনে হামলা চালিয়েছিল জৈশ জঙ্গিরা। ২০১৩-র ফেব্রুয়ারি মাসে ওই হামলায় জড়িত থাকার দায়ে আফজল গুরুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রসঙ্গত, উরি হামলার পর গত ২৮ সেপ্টেম্বর রাতে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনাবাহিনী। গুঁড়িয়ে দেয় ৭টি জঙ্গি লঞ্চ প্যাড। গোয়েন্দা সূত্রে খবর, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতেই সংসদে হামলা চালানোর ছক কষছে মাসুদ আজহারের জঙ্গি গোষ্ঠী। জঙ্গিহানার আশঙ্কায় দেশের পাঁচটি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ কোনও কারণে জঙ্গিরা ব্যর্থ হলে, দিল্লির সচিবালয়কেও নিশানায় রাখা হয়েছে ওই হামলায়। দিল্লির ভিড়ে ঠাসা বাজারগুলিতেও বিস্ফোরণ ঘটাতে পারে জঙ্গিরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement