shono
Advertisement

বুরহানের মৃত্যুতে ফুটছে কাশ্মীর, মৃত বেড়ে ২৩

শুরু হল অমরনাথ যাত্রা The post বুরহানের মৃত্যুতে ফুটছে কাশ্মীর, মৃত বেড়ে ২৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:13 PM Jul 11, 2016Updated: 04:44 PM Jul 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানির মৃত্যুতে সোমবারও থমথমে কাশ্মীর৷ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৩৷ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজ্যবাসীর কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেছেন৷ পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোমবার বেলা পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছিল৷ বেলা চারটের পর থেকে ফের যাত্রা শুরু হয়েছে৷ উধমপুরের পাটনিটপে আটকে রয়েছেন বহু পুণ্যার্থী, খবর সংবাদ সংস্থা সূত্রে৷ জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ বেলা ১২ টায় উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন৷

Advertisement

এলাহাবাদ থেকে আগত পুণ্যার্থীরা জম্মু বেস ক্যাম্পে আটকে ছিলেন আজ দুপুর পর্যন্ত৷ বিকেলের পর জম্মু থেকে অমরনাথের উদ্দেশ্যে বাস পরিষেবা ফের চালু হয়েছে৷ এই খবরে স্বস্তি পেয়েছেন বেস ক্যাম্পে আটকে থাকা প্রায় ১৫ হাজার মানুষ৷ তাঁদের আশা, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে৷ ভূস্বর্গে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্তব্ধ থাকায় কাশ্মীরে আটকে পড়া পর্যটকরা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগও রাখতে পারছেন না বলে দাবি করেছেন অনেকে৷ নতুন করে কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হচ্ছে পর্যটকদের৷

(বুরহানির শেষকৃত্যে জনতা-পুলিশ সংঘর্ষে মৃত ১৬)

এদিকে জম্মু ও কাশ্মীরের বহু এলাকায় আজও কারফিউ লাগু রয়েছে৷ গত শুক্রবার অনন্তনাগের কোকেরনাগে সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশ সম্মিলিত অভিযান চালিয়ে নিকেশ করে ‘মোস্ট ওয়ান্টেড’ হিজবুল জঙ্গি বুরহানকে৷ তার সঙ্গেই মারা যায় আরও দুই জঙ্গি৷ সোশ্যাল মিডিয়া মারফত কাশ্মীরি যুবকদের জঙ্গি দলে নাম লেখাতে উদ্বুদ্ধ করত ওয়ানি, খবর সেনা সূত্রে৷ আজাদ কাশ্মীরের দাবী তোলা এই বিছিন্নতাবাদী নেতার শেষকৃত্যে সামিল হন বহু মানুষ৷ কাশ্মীরে বিছিন্নতাবাদী আন্দোলনের মুখ হয়ে উঠেছিল হিজবুল মুজাহিদিনের এই তরুণ কম্যান্ডার৷ তাঁর খোঁজে হন্যে ছিল সেনা ও পুলিশ৷ স্থানীয় বাসিন্দাদের মদতেই বারবার গা ঢাকা দিতে সক্ষম হচ্ছিল বুরহান৷ স্থানীয় বাসিন্দাদের প্রশ্রয়েই একাধিক নাশকতামূলক কাজের ছক কষত বুরহান৷ কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের পুর্নবাসন প্রক্রিয়া বাস্তবায়িত হলে উপতক্যায় রক্ত ঝরবে বলেও হুমকি দিয়েছিল সে৷

এমনকী এবারের অমরনাথ যাত্রাতেও হামলার ছক ছিল তার৷ তার এই বিপ্লবী ইমেজের কারণেই এক শ্রেণির মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল আকাশছোঁয়া৷ বুরহানের মৃত্যুর খবর কাজে লাগিয়ে ফের ভূ-স্বর্গে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে একদল বিচ্ছিন্নতাবাদী, খবর ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে৷ সোমবার পর্যন্ত অন্তত ৪টি পুলিশ স্টেশন, ৩৬টি সরকারি দফতর, কয়েক ডজন পুলিশি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা৷ জখম হয়েছেন ১০০ জনেরও বেশি সেনা ও পুলিশ৷ পুলিশি প্রতিরোধের মুখে আহত হয়েছে ১০২ জন সাধারণ মানুষ৷ ২০১০ সালের পর থেকে আজ পর্যন্ত কাশ্মীরে এমন অশান্তি দেখা যায়নি৷ সেবার পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ১১২ জন বিক্ষোভকারী৷ এই প্রবণতাকে বিপজ্জনক বলে মনে করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও৷ এদিন তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না৷ সন্ত্রাসবাদকে যে কোনও মূল্যে রুখে দিতে হবে৷ জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রাজনীতি করা চলবে না বলে জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী৷

(সেনার গুলিতে খতম হিজবুল নেতা, থমথমে কাশ্মীর)

The post বুরহানের মৃত্যুতে ফুটছে কাশ্মীর, মৃত বেড়ে ২৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement