সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁ পায়ের হাঁটুতে জল জমেছিল। সিটি স্ক্যানের পর নির্দিষ্ট ‘অর্থোস্কোপিক ইন্টারভেনশন’ পদ্ধতিতে তা শরীরের বাইরে বের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে অপারেশন করা হয়েছে। তিনি উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে রয়েছেন এই মুহূর্তে। বিকেল নাগাদ তাঁকে দেখতে এসএসকেএমে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
গত সপ্তাহে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচার সেরে হেলিকপ্টারে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপ্টার প্রবলভাবে দুলতে থাকায় সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। তাতেই কোমরে, হাঁটুতে চোট পান তৃণমূল সুপ্রিমো।কলকাতায় নেমে এসএসকেএমে যান প্রাথমিক চিকিৎসার জন্য। তাঁকে ভরতি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তিনি বাড়িতেই চিকিৎসা করাতে চেয়ে হাসপাতাল থেকে ফিরে আসেন। এরপর বাড়িতেই ফিজিওথেরাপি (Physiotherapy) চলছিল।
[আরও পড়ুন: প্রেমে প্রত্যাখ্যান, অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীকে জ্যান্ত কবর দিল যুবক!]
এরপর বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে পৌঁছে ইউসিএম বিল্ডিংয়ে গিয়ে সিটি স্ক্যান করান। সেই রিপোর্টে সন্তোষজনক দেখে তাঁর ‘অর্থোস্কোপিক ইন্টারভেনশন’ পদ্ধতিতে হাঁটু থেকে ফ্লুইড (Fluid) বের করা হয়। তারপর মুখ্যমন্ত্রীকে রাখা হয়েছে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নং কেবিনে। সেখানেই তাঁকে দেখতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থায় স্থিতিশীল। তবে তিনি হাসপাতালে ভরতি থাকবেন নাকি বাড়ি চলে আসবেন, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
