সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়ে ইতিহাস গুলিয়ে ফেলেছিলেন? নাকি সবটাই শোনার ভুল? বিতর্কের জেরে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর দাবি, দ্বিতীয়টাই বাস্তব৷ যদিও তার আগে তাঁর ‘বিস্ময়কর’ মন্তব্য নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে৷

ঠিক কী ঘটেছিল? স্বাধীনতার সত্তর বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে তিরঙ্গা যাত্রায় নেমেছেন বিজেপি নেতা-মন্ত্রীরা৷ তারই অঙ্গ হিসাবে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারাতে বক্তব্য রাখছিলেন প্রকাশ জাভড়েকর৷ তাঁর ভাষণের যে ভিডিও ক্লিপিংস মঙ্গলবার সকালে প্রচারিত হয়, তাতে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “স্বাধীনতার লড়াইয়ে আমরা ব্রিটিশদের উচ্ছেদ করেছিলাম…নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার প্যাটেল, পণ্ডিত নেহরু, ভগত্ সিং, রাজগুরু,
এদের সবাইকে ফাঁ
যদিও পরে জাভড়েকর দাবি করেন, তিনি কখনওই এমন মন্তব্য করেননি৷ তিনি বলেন, “আমি গান্ধী, নেহরু,সুভাষ বোসের নাম বলে থেমে গিয়েছিলাম৷ পরের বাক্যে স্মরণ করেছিলাম যাঁদের ফাঁসি হয়েছিল, যাঁরা জেলে গিয়েছিলেন অথবা ব্রিটিশদের হাতে অত্যাচারিত হয়েছিলেন৷” জাভড়েকর আরও বলেন, “প্রকাশিত খবরটি পড়ে আমি হতভম্ব হয়ে পড়েছি৷ সমস্ত স্বাধীনতা সংগ্রামীকেই আমি শ্রা জানিয়েছি৷ যাঁরা সামনে বসে আমার বক্তব্য শুনেছেন, তাঁরা সত্যিটা জানেন৷ তাঁদের মধ্যে তাই কোনও সংশয়, দ্বিধা ছিল না৷”
The post কেন্দ্রীয় মন্ত্রীর নয়া ইতিহাসে ফাঁসি নেতাজি, নেহরুর! appeared first on Sangbad Pratidin.