shono
Advertisement

মৃত স্ত্রী’র দেহ কাঁধে নিয়ে ১০ কিমি পথ পাড়ি স্বামীর

অভাগা দেশ! The post মৃত স্ত্রী’র দেহ কাঁধে নিয়ে ১০ কিমি পথ পাড়ি স্বামীর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:28 PM Aug 25, 2016Updated: 02:58 PM Aug 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের কাছে চেয়েও মেলেনি শববাহী যান৷ নুন আনতে পান্তা ফুরানো সংসারে বাইরে থেকে গাড়ি ভাড়া করার পয়সাও অবশিষ্ট নেই৷ তাই স্ত্রীর মরদেহ নিজের কাঁধে তুলেই শ্মশানের দিকে চললেন স্বামী৷ পাশে শুধু অঝোরে কাঁদতে থাকা কিশোরী কন্যা৷

Advertisement

অভাব অনটনের সংসারে যক্ষা বাসা বেঁধে ছিল আমাঙ্গের শরীরে৷ বহু চেষ্টা করেও বাঁচানো যায়নি তাঁকে৷ বিড়ম্বনা শেষ হয়নি দলিত মহিলার মৃত্যুর পরও৷ স্ত্রীর চিকিৎসায় সর্বশান্ত দানা মাঝির কাছে একটি পয়সাও ছিল না স্ত্রীয়ের মৃতদেহের বয়ে নিয়ে যেতে একটি বাহনের ব্যবস্থা করার জন্য৷ বহুবার হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছিলেন, জবাব ছিল ‘এই মুহূর্তে কোনও শববাহী যান নেই’৷

কাউকে পাশে না পেলেও শেষযাত্রায় নিজের সারা জীবনের সঙ্গীর দায়িত্ব থেকে পিছু হটেননি দানা মাঝি৷ মন শক্ত করে স্ত্রীয়ের মৃতদেহ কাঁথা-কাপড়ে জড়িয়ে তুলে নেন নিজের কাঁধে৷ একাই তাঁকে বয়ে নিয়ে হেঁটে যান ১০ কিলোমিটার পথ৷ ওড়িশার এক টেলিভিশন চ্যানেলে উঠে আসে এই মর্মান্তিক দৃশ্য৷ ওই সাংবাদিকই পরে প্রশাসনের সঙ্গে কথা বলে অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করে দেন৷

চলতি বছরের ফেব্রুয়ারিতেই ঘটা করে ‘মহাপ্রয়াণ’ প্রকল্প চালু করেছিল ওড়িশা সরকার৷ যাতে রাজ্যের ৩৭টি হাসপাতালকে শববাহী যান দেওয়া হয়েছিল৷ তারপরও এই ঘটনা কী করে ঘটল, তা খতিয়ে দেখার ভার স্থানীয় প্রশাসনের উপর চাপিয়েছেন ওড়িশার সাংসদ তথা বিজু জনতা দলের নেতা কালিকেশ সিং দেও৷

WATCH:No Vehicle, Man in Odisha’s Bhawanipatna walks 10 km carrying wife’s body,with daughter beside himhttps://t.co/DJSYRLF7O2

— ANI (@ANI_news) August 25, 2016

The post মৃত স্ত্রী’র দেহ কাঁধে নিয়ে ১০ কিমি পথ পাড়ি স্বামীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement