shono
Advertisement

রেখায় রেখায় তিলোত্তমা ফুটে উঠবে ৬৬ পল্লির পুজোপ্রাঙ্গণে

থিমশিল্পী পূর্ণেন্দু দের সৃজনে পুরনো কলকাতার নস্টালজিয়া ভারতীয় ও পাশ্চাত্য ধারার রেখাচিত্রে ধরা দেবে ৬৬ পল্লির পুজোপ্রাঙ্গণে৷ The post রেখায় রেখায় তিলোত্তমা ফুটে উঠবে ৬৬ পল্লির পুজোপ্রাঙ্গণে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:37 AM Sep 30, 2016Updated: 08:07 PM Sep 29, 2016

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন রাসবিহারীর ৬৬ পল্লির পুজো প্রস্তুতি৷

Advertisement

শুভময় মণ্ডল: শেষ কবে হেঁটে কলকাতা দেখেছেন বলুন তো!

ট্রামরাস্তা ধরে ময়দানের পাশা দিয়ে হাঁটা, ভিক্টোরিয়ার বাগান আর বাদামভাজা, শহিদ মিনারের সামনে মেলা আর মাদারির খেল৷ কোথায় গেল সেসব দিন? এখন শুধুই ভারচুয়াল দুনিয়ার বন্দিজীবন কাটাচ্ছে আমি আর আপনি৷

নয় নয় করে ৩২৫ টা বসন্ত পার করে দিল তিলোত্তমা৷ ফেলা আসা এতগুলি বছরে ম্লান হয়েছে ইতিহাস, মুছে গিয়েছে বহু স্মৃতি৷ কিন্তু কলকাতা আছে কলকাতাতেই৷ প্রাণের শহরকে নিয়ে বাসিন্দাদের আবেগ রয়ে গিয়েছে একইরকম৷ প্যারিস যদি হয় প্রেমের শহর, কবিতার শহর৷ তবে কলকাতা হল আবেগের শহর, সিটি অফ জয়৷ এ শহর জানে আমার প্রথম সবকিছু৷ কলকাতার অলিতে-গলিতে জড়িয়ে থাকা স্মৃতি এখন বই পেরিয়ে ইতিহাসের পাতায় বা গুগলের ক্লিক-এ৷ গ্রীষ্মের দুপুরে ফেরিওয়ালার ডাক, আকাশবাণীর প্রভাতী, টানা রিকশার টুংটাং ঘুঙুরের শব্দ, জমিদারবাড়ির পায়রা ওড়ার ঝটপটানি ও নিধুবাবুর টপ্পাগান আজ শুধুই অতীত৷ যদি হারিয়ে আসা সেই অমূল্য স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে, সময় স্রোতের উল্টোদিকে গিয়ে যদি চোখের সামনে ভেসে ওঠে সেই প্রাণের শহরের সব বৈশিষ্ট্য? তবে কেমন হয়!

সেই চেনা তিলোত্তমাকে এবার রেখায় রেখায় ফুটিয়ে তুলছে দক্ষিণের নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ৬৬ পল্লির পুজো৷ ৬৬তম বর্ষে ৬৬ পল্লির নিবেদন ‘তিলোত্তমা’-রেখায় রেখায় প্রাণের শহর৷ থিমশিল্পী পূর্ণেন্দু দের সৃজনে পুরনো কলকাতার নস্টালজিয়া ভারতীয় ও পাশ্চাত্য ধারার রেখাচিত্রে ধরা দেবে ৬৬ পল্লির পুজোপ্রাঙ্গণে৷ গত বছর থিমশিল্পী সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়ের সৃজনে হর্ষ পার্বণে মেতেছিল ৬৬ পল্লি৷ এবার পুরনো কলকাতার নস্টালজিয়ায় মজেছেন শিল্পী পূর্ণেন্দু দে৷

এবার আসা যাক থিমের কথায়৷ শুধুমাত্র প্লাইউড এবং রং দিয়েই পুরনো কলকাতাকে রেখায় রেখায় ফুটিয়ে তুলেছেন শিল্পী৷ সেখানে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, শহিদ মিনার, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, কালীঘাট মন্দির, পুরনো জমিদারবাড়ি, উত্তর কলকাতার বিখ্যাত আড্ডার ঠেক রক সবই শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে৷ থ্রি-ডি ছবির দৌলতে আরও বেশি নস্টালজিক হয়ে পড়বেন পুজোপ্রেমীরা, আশা উদ্যোক্তাদের৷ আর রয়েছে সেকেল মন্দিরের আদরে ঠাকুরদালান৷ সেখানে বিরাজ করছেন সাবেকি মৃন্ময়ী৷ যোগ্যসঙ্গত সংগীতকার জয় সরকারের আবহ সংগীত৷ বাঙালিকে ফের পুরনো কলকাতার নস্টালজিয়ায় মাতাতে তৈরি ৬৬ পল্লি৷ পুজোপ্রেমীদের সেই শহরপ্রেমে কতটা মজবেন তা সময়ই বলবে৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

The post রেখায় রেখায় তিলোত্তমা ফুটে উঠবে ৬৬ পল্লির পুজোপ্রাঙ্গণে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement