পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন উল্টোডাঙা বিধান সংঘের পুজোর প্রস্তুতি৷
রোহন দে: মানুষের চাহিদার কোনও শেষ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পাওয়া না পাওয়ার চক্রে নতুন করে কী অর্জন করা যায় সে চিন্তাই মানুষের মধ্যে সবসময় চলতে থাকে। সুবর্ণ জয়ন্তী বর্ষে দাঁড়িয়ে উল্টোডাঙা বিধান সংঘে সেই চাওয়া-পাওয়ার খেলাতে ভর করেই সেজে উঠছে মণ্ডপ। ৫০ বছরের পুজোয় নতুন করে কিছু অর্জনের অপেক্ষায় এই মণ্ডপও। আর সেই ভাবনা নিয়েই বিধান সংঘের থিমের পোশাকি নাম- ‘প্রাপ্তি’।
[শুধু দৃষ্টিতে নয়, সমাজসেবী সংঘে এবার অনুভবেরও পুজো]
থিম মেকার শিবশংকর দাস ও তাঁর টিমই সাজিয়ে তুলছেন এবারের বিধান সংঘের মণ্ডপ। সুবর্ণ জয়ন্তী বর্ষে উল্টোডাঙা বিধান সংঘের কাছে যা বিরাট ‘প্রাপ্তি’। শিল্পীর কথায়, আজকের দিনে দুর্গাপুজোয় বিভিন্ন রকম থিম নিয়ে কাজ করতে পারাটা যেমন বড় প্রাপ্তি তেমনি থিমের দৌলতে পুরস্কার অর্জন করতে পারাটাও বিরাট সাফল্যের ব্যাপার। ছাত্র-ছাত্রীদের কাছে পরীক্ষায় ভাল ফল করাটা যেমন বড় প্রাপ্তি তেমনই বাইশ গজে দুর্দান্ত পারফর্ম করার পর সমর্থকদের বাহবা পাওয়াও দারুণ আনন্দের। সেই সব প্রাপ্তির কথাই বলবে এই মণ্ডপ। স্টেডিয়ামের আদলে তৈরি মণ্ডপের মধ্যে দিয়ে বোঝানো হবে, কীভাবে একের প্রাপ্তি তৃপ্তি দেয় অনেক মানুষকে। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের শিল্ড। মণ্ডপজুড়ে থাকছে গ্যালারি এবং অসংখ্য দর্শক। যাঁরা এই প্রাপ্তির সবচেয়ে বড় সাক্ষী। দর্শনার্থীরা তাঁদেরই অন্যতম হয়ে উঠবেন এখানে। শুধু তাই নয়, বিভিন্ন বিখ্যাত মানুষের আবক্ষ মূর্তিও শোভা পাবে। গোটা মণ্ডপ সজ্জা দেখলে স্টেডিয়াম বলে ভুল হতেই পারে।
[ইট দিয়ে এমন শিল্পও সম্ভব? শহরের এ মণ্ডপে গেলে বিস্মিত হবেনই]
মণ্ডপের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই নব পালের হাতের ছোঁয়ায় প্রতিমা সেজে উঠছে। সহযোগিতা করছেন দেবনাথ ও সানি। সুবর্ণ জয়ন্তী বর্ষে উল্টোডাঙা বিধান সংঘের মূল আকর্ষণ হিসেবে থাকছে সংগীতশিল্পী শিলাজিতের আবহ।
উদ্যোক্তাদের আশা, এই নতুন ভাবনা দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে। শিবশংকর দাসের হাত ধরে পুরস্কার থেকে দর্শনার্থীদের ভিড় সবেতেই বাজিমাত করবে বিধান সংঘ। সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকবেন পুজোপ্রেমীরা৷
The post স্টেডিয়ামে বসে পুজো উপভোগ করতে চান? গন্তব্য হোক শহরের এই মণ্ডপ appeared first on Sangbad Pratidin.
