shono
Advertisement

সংঘ পরিবারের বিরুদ্ধে ফের লড়াইয়ের বার্তা রাহুলের

বিজেপি যাতে কোনও রাজনৈতিক ফায়দা না তুলতে পারে তার জন্য নিজের অবস্থান স্পষ্ট করলেন রাহুল... The post সংঘ পরিবারের বিরুদ্ধে ফের লড়াইয়ের বার্তা রাহুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:39 PM Aug 26, 2016Updated: 10:09 AM Aug 26, 2016

নন্দিতা রায়: আরএসএসের বিরুদ্ধে তাঁর লড়াই যে চলবে এবং নিজের অবস্থান থেকে যে তিনি সহজে সরবেন না, তা বুঝিয়ে দিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷

Advertisement

বুধবারই সুপ্রিম কোর্টে তিনি দাবি করেন, সংগঠন হিসাবে আরএসএসকে মহাত্মা গান্ধীর মৃত্যুর জন্য তিনি কখনওই দায়ী করেননি৷ আরএসএসের সঙ্গে যুক্ত কিছু মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে তিনি মন্তব্য করেছিলেন৷ বিষয়টি নিয়ে রাহুলের ‘বুদ্ধি’ বজায় রয়েছে বলে বিজেপি শিবির থেকে সেদিনই কটাক্ষও করা হয়েছিল৷ তার পরেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আবার আরএসএসের সমালোচনা করলেন রাহুল৷ এদিন তিনি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ‘অফিস অফ আরজি’তে লিখেছেন, “আমি কখনওই আরএসএসের ঘৃণ্য ও বিভেদের অ্যাজেন্ডার বিরুদ্ধে লড়াই থামাব না৷ আমি যা বলছি তা অক্ষরে অক্ষরে পালন করব৷”

আরএসএসের বিরুদ্ধে রাহুলের মন্তব্য এই প্রথম নয়৷ অতীতেও তিনি বহুবার সংঘ পরিবারের দিকে আঙুল তুলেছেন৷ তা সে গান্ধীজির মৃত্যু নিয়ে হোক বা সর্দার বল্লভভাই প্যাটেল প্রসঙ্গেই হোক৷ সংঘ পরিবারের বিরুদ্ধে রাহুলের তোপ দাগার বিষয়টি নতুন না হলেও সুপ্রিম কোর্টের শুনানির পরদিনই রাহুলের এহেন মন্তব্য তাৎপর্যপূর্ণ৷ বুধবার সুপ্রিম কোর্টে সংঘ পরিবারকে তিনি গান্ধীর ঘাতক বলেননি বলে দাবি করার পরে বিজেপি যে তাঁর মন্তব্যকে হাতিয়ার করে আগামী দিনে তাঁকে আক্রমণ করতে পারে তা ভালই বুঝেছেন তিনি৷ বিজেপি যাতে কোনও রাজনৈতিক ফায়দা না তুলতে পারে তার জন্য প্রথমদিন থেকেই রাহুল নিজের অবস্থান স্পষ্ট করে দিতে চাইছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

The post সংঘ পরিবারের বিরুদ্ধে ফের লড়াইয়ের বার্তা রাহুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement