Advertisement
৪৫১ কোটি টাকা ব্যয়ে বারাণসীতে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম, শিলান্যাস মোদির, দেখুন ছবি
ধর্ম ও আধুনিকতার মিশেলে তৈরি হবে এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
আরও এক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পাচ্ছে উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে অত্যাধুনিক এই স্টেডিয়ামটি তৈরি হবে বেলপাতার আদলে।
শনিবার নিজেই এই অত্যাধুনিক স্টেডিয়ামের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ, শচীন তেণ্ডুলকর, জয় শাহ,
সব মিলিয়ে এই স্টেডিয়াম তৈরিতে খরচ ৪৫১ কোটি টাকা ধার্য্য করা হয়েছে। জমি অধিগ্রহণ করতে যোগী আদিত্যনাথ সরকারের খরচ হয়েছে ১২১ কোটি টাকা। স্টেডিয়াম তৈরির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বরাদ্দ করেছে ৩৩০ কোটি টাকা।
বারাণসীর নতুন স্টেডিয়ামে থাকবে কাশী এবং শিবের ছোঁয়া। গ্যালারির আকৃতি হবে শিবের মাথায় থাকা এক ফালি চাঁদের মতো।
Published By: Subhajit MandalPosted: 02:27 PM Sep 23, 2023Updated: 02:28 PM Sep 23, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
