shono
Advertisement
Santipur

বাড়িতে একা স্ত্রী! সীমান্তের অতন্দ্র প্রহরী সেনা জওয়ানের বাড়িতে এল হুমকি চিঠি, নেপথ্যে কারা?

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
Published By: Subhankar PatraPosted: 05:26 PM May 10, 2025Updated: 05:55 PM May 10, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: ভারত-পাকিস্তান সংঘাতে পরিস্থিতি উত্তপ্ত। দেশের সব বর্ডারে হাই অ্যালার্ট জারি। এই আবহে নদিয়ার শান্তিপুরে বিএসএফ জওয়ানের বাড়িতে হুমকি চিঠি। আতঙ্কে দুই সন্তানকে নিয়ে একা থাকা জওয়ানের স্ত্রী। কে বা কারা এই চিঠি ফেলে গিয়েছে তা নিয়ে ধোঁয়াশা। থানায় অভিযোগ জানিয়েছে পরিবার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের বাসিন্দা বিশ্বজিৎ নাগ বিএসএফে কর্মরত। ত্রিপুরায় ভারত-বাংলাদেশ বর্ডারে পোস্টিংয়ে রয়েছেন। বাড়িতে স্ত্রী সুর্পণা নাগ দুই সন্তানকে নিয়ে একাই থাকেন। একই পাড়া থাকেন বিশ্বজিতের দাদারা। জওয়ানের স্ত্রী জানিয়েছেন, উঠোনে হুমকি চিঠি পড়ে থাকতে দেখেন। তাতে লেখা রয়েছে, 'পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়। ত্রিপুরায় আছে, বাংলাদেশিদের ধরছে। বাড়িতে একা আছে।'

বাড়িতে একা আছে লিখে জওয়ানের স্ত্রী-সন্তানের কথা বোঝানো হয়েছে বলে দাবি তাঁর স্ত্রীর। এই হুমকি চিঠি পাওয়ার পরই আতঙ্কে রয়েছেন সুর্পণাদেবী। তিনি বলেন, "স্বামী ত্রিপুরায় কর্মরত রয়েছেন। বাড়িতে সন্তানদের নিয়ে একা থাকি। আতঙ্কে আছি। ওঁরা দেশের নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে। এদিকে পরিবার হুমকির মুখে পড়ছে। কে বা কারা এই চিরকুট ফেলে গেল তা বুঝতে পারছি না।"

সেনা জওয়ানের দাদা কাজল নাগের দাবি, ভারতে থেকেও যারা পাকিস্তান ও বাংলাদেশিপন্থী তারা এই কাজ করেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন, "আমরা ভাইয়ের বাড়ির পাশেই থাকি। কিন্তু সন্তান নিয়ে বাড়িতে একাই থাকে ওঁর স্ত্রী। এই ঘটনায় ওরা আতঙ্কে রয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা দেখভাল করছি। ভাইয়ের সঙ্গে কথা বলছি। পুলিশে অভিযোগ জানাবো।" শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ওই জওয়ানের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় কারা যুক্ত তা এখনও জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাকিস্তান সংঘাতে পরিস্থিতি উত্তপ্ত। দেশের সব বর্ডারে হাই অ্যালার্ট জারি।
  • এই আবহে নদিয়ার শান্তিপুরে বিএসএফ জওয়ানের বাড়িতে হুমকি চিঠি।
  • আতঙ্কে দুই সন্তানকে নিয়ে একা থাকা জওয়ানের স্ত্রী।
Advertisement