Advertisement
শিবরাত্রিতে একসঙ্গে জ্বলে উঠল ১৮ লক্ষ ৮২ হাজার দীপ, রেকর্ড গড়ে গিনেস বুকে উজ্জ্বয়িনী
ভাঙল অযোধ্যার দীপাবলির রেকর্ড।
গত দীপাবলিতে ১৫ লক্ষ ৭৬ হাজার প্রদীপ জ্বালিয়ে রেকর্ড গড়েছিল উত্তরপ্রদেশ অযোধ্যা। এবার সেই রেকর্ড ভাঙল মধ্যপ্রদেশে উজ্জয়িনী।
গণনা শেষে সঙ্গে সঙ্গে মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতে সার্টিফিকেট তুলে দেয় গিনেস বুক কর্তৃপক্ষ।
প্রদীপ তৈরি আর জ্বালানোর দায়িত্বে ছিলেন ২০ হাজার স্বেচ্ছাসেবী। পুরো প্রক্রিয়াটি দেখভালের জন্য ছিলেন ৪০০ সুপার ভাইজার।
Published By: Paramita PaulPosted: 03:36 PM Feb 19, 2023Updated: 04:32 PM Feb 20, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
