shono
Advertisement

‘চিকনের চেকনাই’য়ে রঙিন মণ্ডপ, একটুকরো লখনউ দেখুন উল্টোডাঙার এই পুজোয়

কীভাবে তৈরি হচ্ছে মণ্ডপ? দেখুন ভিডিও। The post ‘চিকনের চেকনাই’য়ে রঙিন মণ্ডপ, একটুকরো লখনউ দেখুন উল্টোডাঙার এই পুজোয় appeared first on Sangbad Pratidin.
Posted: 03:51 PM Sep 22, 2019Updated: 02:38 PM Sep 23, 2019

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন উল্টোডাঙা বিধান সংঘ’র পুজো প্রস্তুতি৷

Advertisement

সুলয়া সিংহ: আচ্ছা, পুজো পরিক্রমায় বেরিয়ে যদি হঠাৎ করে এক মণ্ডপে ঢুকে মনে হয়, আরে! এতো লখনউয়ে এসে হাজির হলাম! মন্দ হবে না নিশ্চয়ই৷ শহরের পুজোয় এবার লখনউয়ের ইতিহাস আর শিল্পেই সেজে উঠবে উল্টোডাঙা বিধান সংঘ৷ শিল্পী সুমি মজুমদার এবং শুভদীপ মজুমদারের হাত ধরে এবারের পুজোয় লখনউ শহরের বিশ্বখ্যাত চিকনের কাজের সাক্ষী থাকবেন দর্শনার্থীরা৷

[আরও পড়ুন: মনেপ্রাণে বাঙালি হলে পুজোয় কিছুটা সময় কাটাতেই হবে বেহালার এই পুজোয়]

বাঙালির দুর্গাপুজো মানে তো শুধুই রীতি মেনে মায়ের আরাধনা নয়৷ পুজো মানে আনন্দ-উৎসব, সারা বছরের পরিশ্রম-গ্লানি ভুলে পরিবার, বন্ধুমহল এবং আত্মীয়দের সঙ্গে সময় কাটানো৷ আর উৎসবকে আরও প্রাণোবন্ত করে তোলে রঙের খেলা৷ সে কথা মাথায় রেখেই মণ্ডপকে রঙিন করতে নানা ধরনের চিকনকারীর কাজ ফুটিয়ে তোলা হবে৷ শুধু পোশাক নয়, ‘চিকনের চেকনাই’য়ে যে একটা আস্ত মণ্ডপকে সুসজ্জিত করে তোলা সম্ভব, সে ভাবনাই বাস্তবায়িত করেছেন দুই শিল্পী৷

লখনউয়ে প্রায় প্রতিটি গ্রামের মহিলারা চিকনের পোশাক, কাপড় তৈরি করে জীবিকা নির্বাহ করেন৷ তাঁদের হাতে তৈরি চিকনই শোভা পাবে বিধান সংঘের মণ্ডপে৷ কিন্তু একটু অন্যরকমভাবে৷ আসলে এই প্রস্থাপনার মধ্যে লুকিয়ে রয়েছে ছকভাঙার গল্পও৷ কীরকম? মণ্ডপে প্রবেশ করলেই দেখতে পাবেন, কোথাও উঠে গিয়েছে সোপান তো কোথাও দেওয়ালটা একটু এগিয়ে এসেছে৷ শুভদীপ বলছেন, “আসলে এ ভাবনার নেপথ্যে রয়েছে উত্তরপ্রদেশের রাজধানীর ইতিহাস৷ সিপাহী বিদ্রোহের সময় লখনউ রেসিডেন্সি ক্ষতিগ্রস্থ হয়েছিল৷ কিন্তু বর্তমানে তার যে ধ্বংসাবশেষ রয়েছে, তার মধ্যেও স্থাপত্য শৈলীর এক অদ্ভুত ভাষা রয়েছে৷ ব্যক্তিক্রমী সেই স্থাপত্য কলাকেই আমরা এই মণ্ডপে তুলে ধরার চেষ্টা করছি৷”

[আরও পড়ুন: অজান্তে জল অপচয় নয়, পুজোয় সংরক্ষণের বার্তা দিচ্ছে আহিরীটোলা সর্বজনীন]

আর এই পরিবেশকে পরিপূর্ণ করবে সংগীত শিল্পী গৌতম ব্রহ্মের আবহ৷ তবলা, ঠুমরি, সারেঙ্গির মেলবন্ধনে নবাব আমলে পৌঁছে যাবেন দর্শনার্থীরা৷ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী সৌমেন পাল৷ একটা এমব্রয়ডারি ফ্রেমের মধ্যে শোভা পাবেন মা৷ আর এই গোটা বিষয়টা অনুভব করতে আপনার গন্তব্য হোক উল্টোডাঙা বিধান সংঘ৷ আপাতত দেখে নিন কীভাবে সাজছে মণ্ডপ৷

The post ‘চিকনের চেকনাই’য়ে রঙিন মণ্ডপ, একটুকরো লখনউ দেখুন উল্টোডাঙার এই পুজোয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার