shono
Advertisement

Breaking News

লালুর ছেলের বিয়েতে চূড়ান্ত বিশৃঙ্খলা, খাবার লুট করে চম্পট বহিরাগতদের

অবাধে চলল ভাঙচুর! The post লালুর ছেলের বিয়েতে চূড়ান্ত বিশৃঙ্খলা, খাবার লুট করে চম্পট বহিরাগতদের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:33 AM May 14, 2018Updated: 08:52 AM May 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের  সঙ্গে প্রাক্তন মন্ত্রীর মেয়ের বিয়ে৷ আয়োজনে কোনও খামতি ছিল না৷ আমন্ত্রিত ছিলেন বহু ‘ভিআইপি’ অতিথি৷ কিন্তু, চূড়ান্ত অব্যবস্থায় তাল কাটল লালুপুত্র তেজপ্রতাপের সঙ্গে বিহারের প্রাক্তন মন্ত্রীর কন্যা ঐশ্বর্য রাইয়ের বিবাহ অনুষ্ঠানের৷ পাটনার ভেটানারি কলেজ মাঠে কর্ডন ভেঙে ঢুকে পড়লেন অজস্র আরজেডি সমর্থক৷ অবাধে চলল খাবার লুট, চুরি গেল বাসনও৷ চেয়ার-টেবিল উলটে রীতিমতো তাণ্ডব চালালেন বহিরাগতরা৷

Advertisement

[ছেলের বিয়েতে পাঁচদিনের মুক্তি লালুর, কিন্তু পিছু ছাড়ছে না সিবিআই মামলা]

সাতপাকে বাঁধা পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ৷ পাত্রী ঐশ্বর্য রাইয়ের বাবাও রাজনীতির জগতের লোক৷ একসময়ে বিহারের মন্ত্রীও ছিলেন৷ বিয়ের আসর বসেছিল পাটনার ভেটানারি কলেজের মাঠে৷ হাই প্রোফাইল বিয়ের আয়োজন ছিল একেবারে নিখুঁত৷ বিয়েতে আগত ‘ভিআইপি’ অতিথি,  সংবাদমাধ্যম এবং অন্যান্য নিমন্ত্রিতের জন্য পৃথক পৃথক জায়গায় বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু যতটা ভাবা হয়েছিল, শনিবার রাতে তার থেকেও বহুগুণ বেশি নিমন্ত্রিতের ঢল নেমেছিল বিয়ের অনুষ্ঠানে৷ প্রচুর বহিরাগতও ঢুকে পড়ে বলে খবর। এই বিপুল সংখ্যক নিমন্ত্রিতকে নিয়ন্ত্রণ করার মতো ব্যবস্থা না থাকায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷

[ঔরঙ্গাবাদে গোষ্ঠী সংঘর্ষে দায়ের তিনটি অভিযোগ, আটক বহু]

পাত্র-পাত্রীর মালাবদলের পরই বিশৃঙ্খলার সূত্রপাত৷ কর্ডন ভেঙে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন অগুনতি আরজেডি কর্মী-সমর্থকরা৷ কাশ্মীরি ডাল, পোলাও, মালাই কোফতা, গুলাব জামুন-সহ খাবারের বিভিন্ন পদ বাসনপত্র নিয়ে চম্পট দেন অনেকেই। বহিরাগতদের তাণ্ডবে চেয়ার টেবিল উলটে যায়। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় প্রচুর বাসন। বাসন চুরি ও ভাঙচুরের কথা স্বীকার করেছে বিয়ের দায়িত্বপ্রাপ্ত কেটারিং সংস্থাও৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে রীতিমতো লাঠি উঁচিয়ে বহিরাগতদের তাড়া করেন কয়েকজন আরডেজি নেতা৷ লালুপুত্রের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের রাজ্যপাল সত্যপাল মালিক, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান,  উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল যাদব-সহ রাজনীতির জগতের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা৷ তবে নিমন্ত্রণ পেলেও আসেননি  বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা বঢ়রা গান্ধী৷

[বৃদ্ধ বাবা-মাকে অবহেলার শাস্তি ৬ মাসের হাজতবাস, আইন সংশোধনের সিদ্ধান্ত কেন্দ্রের]

এদিকে আবার তেজপ্রতাপের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে আরাবারিয়াতে দুর্ঘটনা কবলে পড়ে আরজেডি নেতাদের একটি গাড়ি৷ দুর্ঘটনায় প্রাণ হারান চালক-সহ দলের ৩ জন নেতা৷ মারা গিয়েছেন প্রাক্তন মন্ত্রী ইসলামুদ্দিনের পুত্র ইক্রামুল হক বাগী৷ কিষানগঞ্জের জেলা সভাপতি ইন্তিখাব আলম এবং দিঘলগঞ্জের ব্লক প্রেসিডেন্ট পাপ্পু। পুলিশের অনুমান, গাড়ি চালাতে চালাতে সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন চালক৷ তারজেরেই ঘটে দুর্ঘটনা৷

[মায়ের ইচ্ছাতেই দশ বছরের বড় যুবতীকে বিয়ে করল নাবালক]

 

The post লালুর ছেলের বিয়েতে চূড়ান্ত বিশৃঙ্খলা, খাবার লুট করে চম্পট বহিরাগতদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement