সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের সঙ্গে ছেলের ঘনিষ্ঠতা। মেনে নিতে না পেরে ছেলেকে কুপিয়ে মারল বাবা। জেরার মুখে ছেলেকে খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনৌরের হাজিপুর এলাকায়।
গত ৫ মার্চ খুন হয়েছিলেন মহম্মদ গুলফম। অভিযোগ, তাঁর বাবা শাহিদ আহমেদ কুপিয়ে খুন করে ছেলেকে। অভিযোগ দায়ের করেন অভিযুক্তর স্ত্রী। অবশেষে রবিবার রাতে ৪৫ বছরের শাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে গ্রেপ্তারির পর লাগাতার জেরার মুখে ভেঙে পড়ে শাহিদ। খুনের কথা স্বীকার করে নেয়।
[আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’: মুক্তি স্থগিতের আবেদনের মামলা ধোপেই টিকল না, কী বলল সুপ্রিম কোর্ট?]
জেরায় শাহিদ জানিয়েছে, ছেলে-মায়ের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি সে। দুজনের মধ্যে অতিরিক্ত টান তৈরি হয়েছিল। যা দেখে সন্দেহ দানা বাঁধে শাহিদের মনে। এরপর স্বামীকে ছেড়ে ছেলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তাঁর স্ত্রী। যা মানতে পারেনি শাহিদ। ছেলেকে কুপিয়ে খুন করে। বিজনৌরের পুলিশ সুপার নীরজকুমার জাদাউন জানান, শাহিদের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ৩০২ ধারায় মামলা করা হয়েছে। এতদিন ধরে গাঢাকা দিয়েছিল সে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের জন্য ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ধৃত শাহিদ আপাতত পুলিশি হেফাজতে রয়েছে।