shono
Advertisement

Breaking News

পিঠ খোলা ছবি পোস্ট করে বিজেপি নেত্রীকে কটাক্ষ উরফির, লিখলেন, ‘I Love you’!

বিজেপি নেত্রীর সঙ্গে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেন উরফি।
Posted: 10:10 AM Jan 10, 2023Updated: 10:10 AM Jan 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাণ্ড দেখুন উরফির। একেবারে মৌচাকের দিকে ঢিল ছুঁড়ে দিল! রীতিমতো বারুদে আগুন দিয়ে বোমা ফাটানোর অপেক্ষা। হ্যাঁ, সম্প্রতি এরকমই এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed)। উরফির আজব পোশাকের জন্য যে বিজেপি নেত্রী খোঁচে বোম। সেই বিজেপি নেত্রী চিত্রা ওয়াগকে সরাসরি একহাত নিয়ে ফেললেন উরফি! কীভাবে?

Advertisement

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি উরফি তাঁর সোশ্যাল মিডিয়ায় পিঠ খোলা পোশাক পরে ছবি পোস্ট করেছেন। সেই ছবিতেই নেত্রী চিত্রা ওয়াগকে ট্যাগ করলেন উরফি। আর লিখলেন আই লাভ ইউ! সঙ্গে লিখলেন, এখনও শুধরে যাওয়া বাকি রয়েছে! উরফির এই কাণ্ড দেখে হতবাক সবাই। অনুরাগীরা মনে করছেন, বিজেপি নেত্রীর সঙ্গে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেন উরফি।

[আরও পড়ুন: ‘কাজ হারানোর ভয় পাই না’, বকেয়া না পেয়ে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন শ্রীতমা ]

উরফিকে নিয়ে বিতর্ক, সমালোচনা যাই চলুক না কেন, উরফি কিন্তু এ ব্যাপারে বিন্দাস। সোশ্যাল মিডিয়ায় চলা তাঁকে নিয়ে নানা হাসি ঠাট্টাকে একেবারে পাত্তাই দেন না সুন্দরী। তবে এবার চুপ থাকতে পারলেন না। মুখ খুললেন বিজেপি নেত্রীর বিরুদ্ধে!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি উরফির পোশাক দেখে অশ্লীলতার অভিযোগ আনেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ। তবে শুধুই অভিযোগ নয়, উরফিকে গ্রেপ্তারির দাবিও তোলেন। বিজেপি নেত্রীর এই দাবির বিরুদ্ধেই এবার কড়া জবাব দিলেন উরফি।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে উরফি লিখলেন,”আমি জেলে যেতে প্রস্তুত, কিন্তু আগে আপনি নিজের ও আপনার পরিবারের সম্পত্তির হিসাব দিন। সকলকে জানান, রাজনীতিবিদদের আয়ের উৎসটা কী! কোথা থেকেই বা আয় করেন তাঁরা।”

উরফির কথায়, ”দেশের নেতাদের কোনও কাজ নেই। এরাঁ খুবই বোকা মানুষ। পুরোটাই প্রচারের জন্য আমাকে আক্রমণ করেছে এই নেত্রী।”

আজব ফ্যাশনের জন্য যে উরফি নজর কেড়ে নেন সবার, সেই ফ্যাশনের চোটেই এবার ক্ষেপে গেলেন মহারাষ্ট্রের বিজেপির মহিলা মোর্চা দলের সভাপতি চিত্রা ওয়াগ। একটি টুইট করে চিত্রা জানান, “মুম্বইয়ের রাস্তায় নগ্নতার প্রচার করছে উরফি। ওকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এক দিকে নিরপরাধ মেয়েরা কিছু নিম্ন মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। অন্য দিকে কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে।”

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

[আরও পড়ুন: পন্থের সঙ্গে হাসপাতালে দেখা করলেন উর্বশীর মা? ‘গোটা পরিবার পাগল’, কটাক্ষ নেটিজেনদের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement