shono
Advertisement
Vinesh Phogat

অলিম্পিক পদক পাবেন ভিনেশ? ক্রীড়া আদালতের রায় মঙ্গলবার

Published By: Anwesha AdhikaryPosted: 09:45 PM Aug 10, 2024Updated: 10:39 PM Aug 10, 2024

অরিঞ্জয় বোস, প্যারিস: ভিনেশ ফোগাট কি আদৌ অলিম্পিক পদক পাবেন? শনিবার ক্রীড়া আদালতের সিদ্ধান্তে আরও দীর্ঘ হল প্রতীক্ষা। জানা গিয়েছে, রায় দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন ক্রীড়া আদালতের বিচারক। সূত্রের খবর, আগামী ১৩ আগস্ট ভিনেশ মামলার রায় বেরতে পারে। প্যারিসের স্থানীয় সময় সন্ধে ৬টা নাগাদ হতে পারে রায়দান।   

Advertisement

শুক্রবার দীর্ঘ শুনানি হয়েছে ভিনেশের আবেদন নিয়ে। ভারতীয় কুস্তিগিরের হয়ে সওয়াল করেছেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ভিনেশ মামলার রায় বেরিয়ে যাবে শনিবারই। কারণ ক্রীড়া আদালতের তরফেও জানানো হয়েছিল যে অলিম্পিক শেষ হওয়ার আগেই তারকা কুস্তিগিরের পদক পাওয়া নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, রবিবারে প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান রয়েছে।

[আরও পড়ুন: কবে শুরু আইএসএল? দিনক্ষণ ঘোষণা করল ফেডারেশন, ডার্বি কবে?]

অলিম্পিক শেষ হয়ে যাওয়ার ভিনেশের আবেদনের রায় দেওয়া হবে বলে জানাল ক্রীড়া আদালত। অ্যানাবেল বেনেটের এজলাসে শুনানির ভিত্তিতে রবিবার রায় বেরবে। তবে ভিনেশের হয়ে সওয়াল করা বিখ্যাত আইনজীবী হরিশ সালভে অবশ্য আত্মবিশ্বাসী। তাঁর মতে, ভিনেশের আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম। হয় তারকা কুস্তিগিরকে রুপোর পদক দেওয়ার সিদ্ধান্ত নেবে আদালত। নয়তো এই ইস্যুতেই আরও বেশি করে তথ্য দিয়ে নতুন করে আবেদন করতে হবে তারকা কুস্তিগিরকে। সেই আবেদনের ভিত্তিতে আবারও নতুন করে শুরু হবে আইনি প্রক্রিয়া। 

চলতি অলিম্পিকে ভারতের শেফ দ্য মিশন গগন নারাং জানিয়েছেন, আগামী ১৩ আগস্ট ভিনেশ মামলার রায় বেরবে। তবে তার আগে বেশ কিছু প্রশ্নের জবাব দিতে হবে কুস্তিগিরকে। সেই জন্য রবিবার সন্ধে পর্যন্ত সময় দেওয়া হয়েছে ভিনেশকে। তার পরে ক্রীড়া আদালতের হাতে ভিনেশের ভাগ্য। একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে ছিটকে দিয়ে ফাইনালে ওঠা ভিনেশ কি অলিম্পিক পদক পাবেন?  

[আরও পড়ুন: সরকারি চাকরি প্রত্যাখান করলেন সরবজ্যোত সিং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement