সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে বিশেষভাবে সক্ষম দেখিয়ে প্রতিবন্ধী কোটায় সরকারি চাকরি পেয়েছিলেন। কিন্তু এ কী! অনুষ্ঠানে দিব্যি হাত-পা দুলিয়ে নাচ করছেন। দেখে মনেই হচ্ছে না তিনি বিশেষভাবে সক্ষম। সরকারি চাকরিজীবী ওই মহিলার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ২০২৩ সালের ব্যাচের শিক্ষানবিশ আমলা পূজা খেদকারের কথা। নিজেকে প্রতিবন্ধী কোটার সুবিধা নিয়ে ভুয়ো সার্টিফিকেট দাখিল করেছিলেন বলেও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একের পর এক অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর তাঁকে চাকরি থেকে বহিষ্কার করেছে ইউপিএসসি কমিটি।
জানা গিয়েছে, অভিযুক্ত সরকারি কর্মীর নাম প্রিয়ঙ্কা কদম। ২০২২ সালে মধ্যপ্রদেশের এসএসসি পরীক্ষা পাশ করেন তিনি। সম্প্রতিই তাঁর নিয়োগ হয়েছিল রাজ্য আবগারি আধিকারিক হিসেবে। প্রিয়াঙ্কা বর্তমানে উজ্জয়িনীর ট্রেজারি এবং অ্যাকাউন্টস বিভাগে সহকারি অডিট অফিসার হিসেবে কাজ করেন। কয়েকদিন আগে এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কার নাচ দেখে হতবাক হয়ে যান সহকর্মীরা। উদ্দাম নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন, জাতীয় শিক্ষিত যুব সংগঠন। ওই মহিলা আধিকারিকের বিশেষভাবে সক্ষম হওয়া নিয়ে নানা দাবি তোলা হয়। এই বিষয়ে ভোপাল এইমসের চিকিৎসকরা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
এই ঘটনায় প্রিয়াঙ্কার যুক্তি, তিনি চাকরি পাওয়ার আগে স্পষ্ট করে জানিয়েছিলেন, হাড় সংক্রান্ত সমস্যার কারণে তিনি শারীরিকভাবে ৪৫ শতাংশ অক্ষম। কিন্তু হাঁটতে পারেন, এমনকি নাচতেও পারেন। ২০১৭ সালে বাথরুমে পড়ে যাওয়ার পর তাঁর নিতম্বে গুরুতর চোট লেগেছিল। চিকিৎসার পর জানা যায় তাঁর 'অ্যাভাসকুলার নেক্রোসিস' নামক একটি রোগ রয়েছে। এই রোগে রক্ত চলাচল ঠিকমতো না হওয়ায় হাড়ের টিস্যু নষ্ট হয়ে যেতে শুরু করে। এখনও পর্যন্ত চারটি অস্ত্রোপচার হয়েছে তাঁর। শুধুমাত্র নিজের মনোবল বাড়াতে জন্য মাঝেমধ্যে একটু নাচ করেন। কিন্তু তাঁর নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। কীভাবে তিনি চাকরি পেলেন এনিয়ে নানা প্রশ্ন তুলেছেন অনেক নেটিজেন।
