shono
Advertisement
Vidya Balan

'মায়ের শহরে এমন ঘটনা! আঘাত পেয়েছি', কলকাতায় এসে আর জি কর কাণ্ডে মুখ খুললেন বিদ্যা

আর জি কর কাণ্ড নিয়ে বলিউডের অনেকেই মুখ খুললেও বিদ্যা সেভাবে সরব ছিলেন না। তবে সোমবার 'ভুলভুলাইয়া ৩' ছবির প্রচারে কলকাতায় এসে তিলোত্তমা কাণ্ড নিয়ে কী বললেন বিদ্যা?
Published By: Akash MisraPosted: 06:15 PM Oct 28, 2024Updated: 09:38 PM Oct 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা তাঁর প্রিয় শহর। কলকাতাতেই তাঁর প্রথম সিনেমার কাজ। বাংলায় একেবারে ঝরঝরে। কারণ বাংলার সঙ্গে তাঁর প্রাণের টান। সেই বিদ্য়াই  হতবাক এবং  আতঙ্কিত। আর জি কর কাণ্ড নিয়ে বলিউডের অনেকেই মুখ খুললেও বিদ্যা সেভাবে সরব ছিলেন না। তবে সোমবার 'ভুলভুলাইয়া ৩' ছবির প্রচারে কলকাতায় এসে তিলোত্তমা কাণ্ড নিয়ে মুখ খুললেন। বিদ্য়ার কণ্ঠে যেন হতাশার সুর। বিদ্যা জানালেন, ''আমি সত্যিই খুব অবাক। কলকাতা এমন এক শহর, এই পশ্চিমবঙ্গ এমন এক জায়গা, যেখানে শুধুমাত্র দেখানোর জন্যই মহিলাদের সম্মান করা হয় না। এখানকার মানুষ সত্য়িই নারীদের সম্মান করে। দীর্ঘদিন আমার কলকাতায় আসা যাওয়া, যতবার এসেছি, ভালোবাসাই পেয়েছি। এটা মায়ের শহর, মায়ের শহরে এমন ঘটনার কথা শুনে আমি চমকে উঠেছিলাম। আমার কাছে এ ঘটনা খুব বড় ধাক্কা। কতটা আঘাত পেয়েছি তা বোঝাতে পারব না।''

Advertisement

শুক্রবার মুক্তি পেতে চলেছে বিদ্যা বালান ও কার্তিক আরিয়ানের দিওয়ালি রিলিজ 'ভুলভুলাইয়া ৩'। প্রায় ১৭ বছর পর ফের 'মঞ্জুলিকা'র চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। সোমবার সেই ছবির প্রচারে শহরে পা রাখেন অভিনেত্রী। সঙ্গে ছবির নায়ক কার্তিক আরিয়ান। কালো পোশাকে সেজে উঠেছিলেন বিদ্যা ও কার্তিক। এদিন সাংবাদিকদের সঙ্গে বাংলাতেই কথা বললেন বিদ্যা। পাশে বসা কার্তিককেও  শেখালেন বাংলা।

এই ছবিতে বিদ্য়া, কার্তিকের পাশাপাশি দেখা যাবে মাধুরী দীক্ষিতকেও। নতুন সুরের 'আমি যে তোমার' গানে দেখা যাবে বিদ্যা ও মাধুরীর যুগলবন্দি। সেই যুগলবন্দি নিয়ে বলতে গিয়ে, বিদ্যা জানান, ''মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচতে হবে, এটা প্রথমবার শুনেই টেনশনে পড়ে গিয়েছিলাম। কিন্তু এটাকে আমি সুবর্ণ সুযোগ হিসেবে নিয়েছি। শুটিং হওয়ার পর দেখলাম, ভালো হয়েছে।''

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই ছবিতে বিদ্য়া, কার্তিকের পাশাপাশি দেখা যাবে মাধুরী দীক্ষিতকেও।
Advertisement