সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার গ্রামের মেয়ের বিয়ে৷ প্রস্তুতি মোটামুটি সারাই ছিল কোলাপুরের মেয়ে সায়লির পরিবারের৷ সব আয়োজন যখন প্রায় শেষের মুখে তখনই দেশে কালো টাকার বিরোধিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্জিক্যাল স্ট্রাইক চালান৷ আর এতেই যেন ভেসে যেতে বসেছিল সব প্রস্তুতি৷ সবটা সামাল দিতে সায়লির পরিবার ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিল৷ গচ্ছিত টাকায় মেয়ের বিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করেছিল৷ কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি৷ অনেক প্রয়োজনের ভিড়ে সায়লির বিয়ের জন্য পর্যাপ্ত টাকা আর দিয়ে উঠতে পারেনি ব্যাঙ্ক৷ আর তাই প্রতিবেশী মেয়েটির বিয়ের জন্য এগিয়ে এসেছেন গ্রামবাসীরাই৷
সায়লির বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন করতে শেষমেশ এগিয়ে আসেন কোলাপুর গ্রামের মানুষরাই৷ প্রতিবেশীর মেয়ের বিয়ের উপহার হিসাবে নজিরবিহীন কাজ করেন তাঁরা৷ নিজেরাই ব্যাঙ্কের বাইরে লাইন দিয়েছেন৷ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে নিজেদের সম্বল থেকে কিছু কিছু টাকা জোগাড় করে বিয়ের জন্য প্রয়োজনীয় টাকার আয়োজন করেছেন৷
আর গ্রামবাসীর তোলা এই টাকা দিয়েই মঙ্গলবার মেহেন্দি অনুষ্ঠান হয়েছে লাজুক মেয়েটির৷ আজ বুধবার মেয়ের বিয়েতে তাই গোটা গ্রামের নিমন্ত্রণই৷ আসলে ঠিক নিমন্ত্রণও নয়৷ কোনও এক পরিবারের বিয়ে যেন নয় এটি৷ সায়লির বিয়েকে কেন্দ্র করে গোটা কোলাপুরই হয়ে উঠেছে বৃহত্তর পরিবার৷
The post গ্রামবাসীদের জোগাড় করা টাকাতেই ছাঁদনাতলায় কনে appeared first on Sangbad Pratidin.