সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া সেরা ভারতীয় টেস্ট একাদশে তাঁর জায়গা হয়নি৷ কিন্তু তাঁর কাঁধে ভর করেই আপাতত ভারতীয় টেস্টের বিজয়রথ এগিয়ে চলেছে৷ বিশেষজ্ঞদের মতে, তাঁর হাতেই আগামী ১০-১২ বছর সুরক্ষিত থাকবে ভারতীয় টেস্ট ক্রিকেট৷ বিশেষজ্ঞদের ফের সঠিক প্রমাণ করলেন বিরাট কোহলি৷ তাঁর বিরাট কৃতিত্বে ফের তৈরি হল নয়া রেকর্ড৷
ব্যাট হাতে একাধিক রেকর্ড রয়েছে কোহলির ঝুলিতে৷ সম্প্রতি একমাত্র ভারতীয় টেস্ট নেতা হিসেবে দুটি দ্বিশতরান করার নজির গড়েছেন তিনি৷ এবার নেতা হিসেবেও বাজিমাত করলেন৷ কী রেকর্ড করলেন ভারতীয় আগ্রাসী ক্যাপ্টেন? চার টেস্টের চারটিতেই জয় ক্যাপ্টেন কোহলির দলের৷ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর চারটি সিরিজে জয়ী কোহলির টিম ইন্ডিয়া৷ মঙ্গলবার নিউজিল্যান্ডকে তৃতীয় তথা শেষ টেস্টে হারিয়ে দশম জয় পেলেন কোহলি৷ আর তাতেই টেস্ট জয়ী নেতা হিসেবে দুই কিংবদন্তি সুনীল গাভাসকর ও মনসুর আলি খান পতৌডিকে টপকে গেলেন তিনি৷ ১৭টি টেস্টের মধ্যে ১০টিতে জয়ী কোহলির দল৷ সেখানে ৪৭টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৯টিতে দলকে জিতিয়েছিলেন অধিনায়ক সানি৷ হার হয়েছিল ৮টি ম্যাচে৷ পতৌডি ৪০টির মধ্যে ৯টি টেস্ট জেতান৷ ১৯ ম্যাচে হেরেছিল দল৷
২০১৪ সালে হঠাৎই পাঁচদিনের ক্রিকেটকে বিদায় জানিয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন দিল্লির ব্যাটসম্যান৷ তারপর থেকে এখনও পর্যন্ত দশটি টেস্টে জয়ী টিম ইন্ডিয়া৷ পাঁচটি ড্র ও মাত্র একটি টেস্টে হেরেছে দল৷ ড্র ম্যাচগুলির মধ্যে তিনটিতেই দায়ী ছিল খারাপ আবহাওয়া৷ তার আগে বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্ট বৃষ্টির কারণে অমীমাংসিত ছিল৷
কোহলি যে গতিতে এগোচ্ছেন, তাতে দেশের সর্বকালের সেরাদের পিছনে ফেলে দিতে খুব বেশি সময় লাগবে না তাঁর৷ ক্রিকেটমহলের একাংশের এমনটাই ধারণা৷ ৪৭টি টেস্টে ১৪টিতে জয় পেয়েছিল আজহারউদ্দিনের ভারত৷ ৪৯ ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল জয়ী ২১ বার৷ এদিকে হোম ও অ্যাওয়ে মিলিয়ে ৬০টি টেস্টের ২৭টিতে জিতেছিল ধোনিবাহিনী৷ আগামী কয়েক মাসে ইংল্যান্ড, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত৷ দল সঠিক নেতার হাতেই রয়েছে বলে মত প্রাক্তনদের৷
The post টাইগার, গাভাসকরদের টপকে গেলেন ক্যাপ্টেন কোহলি appeared first on Sangbad Pratidin.