shono
Advertisement

যুদ্ধের মাঝেই ইউক্রেন সফরে পুতিন, কড়া নিন্দা করল জেলেনস্কি প্রশাসন

ইউক্রেনের মাটিতে সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুতিন।
Posted: 04:13 PM Apr 18, 2023Updated: 04:13 PM Apr 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ইউক্রেনের (Ukraine) কিছু অংশ ঘুরে দেখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। মঙ্গলবার আচমকাই জানা যায়, যুদ্ধবিধ্বস্ত (Russia-Ukraine War) ইউক্রেনের খারসন ও লুহানস্কে গিয়েছিলেন তিনি। মার্চ মাসে এই ঝটিকা সফরের কথা মঙ্গলবার জানিয়েছে ক্রেমলিন। যদিও এই সফরের কড়া নিন্দা করা হয়েছে ইউক্রেনের তরফে।

Advertisement

রুশ (Russia) সেনার অধীনে থাকা খারসন ও লুহানস্ক এলাকা দু’টি ঘুরে দেখেন রুশ প্রেসিডেন্ট। সেখানে দায়িত্বে থাকা রুশ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকও সারেন। ক্রেমলিনের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুতিন বলছেন, “আমি চাই আপনারা নিজের কাজ চালিয়ে যান। আমার উপস্থিতি যেন আপনাদের মনসংযোগে ব্যাঘাত না ঘটায়।” বিমান থেকে নেমে গাড়িতে চড়ে ইউক্রেনের একাধিক এলাকা পরিদর্শন করেন পুতিন। 

[আরও পড়ুন: AI ব্যবহারের ফল, এবার পর্ন ছবিতে দেখা যেতে পারে আপনার মুখও! আশঙ্কা বিশেষজ্ঞদের]

মঙ্গলবার পুতিনের সফরের কথা ঘোষণা করেছে ক্রেমলিন। ঠিক কবে পুতিন ইউক্রেনে গিয়েছিলেন তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে এই সফরের কথা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দায় সরব হয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelensky) পরামর্শদাতা মাইখালো পোডোলাইক বলেছেন, “গণহত্যার নায়ক তাঁর শাগরেদদের কাজকর্ম দেখতে ইউক্রেনে এসেছিলেন। হত্যালীলা দেখে তিনি নিশ্চয়ই খুশি হয়েছেন। তবে এটাই ইউক্রেনের মাটিতে পুতিনের শেষ সফর,সেটা আমরা নিশ্চিত করব।”

কেন আচমকা ইউক্রেন সফরে গেলে পুতিন? ক্রেমলিনের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, সেনাকর্তাদের সঙ্গে কথা বলছেন রুশ প্রেসিডেন্ট। বিশেষজ্ঞদের অনুমান, আগামী দিনে বড়সড় হামলার পরিকল্পনা করছেন পুতিন। তার আগেই রুশ সেনার নিয়ন্ত্রণে থাকা এলাকা গুলি ঘুরে দেখে রণকৌশল ছকে নিচ্ছেন। যদিও গত কয়েকমাসে একেবারেই সাফল্য পায়নি রুশ সেনা। 

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: তৃণমূলের আরও এক বিধায়কের বিরুদ্ধে CBI তদন্ত, অনুমতি হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement