shono
Advertisement

Breaking News

এবার অনলাইনেই সংশোধন করুন ভোটার কার্ড, জেনে নিন প্রক্রিয়া

আর ছোটাছুটি করার প্রয়োজন নেই। The post এবার অনলাইনেই সংশোধন করুন ভোটার কার্ড, জেনে নিন প্রক্রিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 12:42 PM Jan 20, 2019Updated: 12:42 PM Jan 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের পরিচয়পত্র ভোটার কার্ড। আধার কার্ড আসার পরেও ভোটার কার্ডের গুরুত্ব কমেনি। দেশের নাগরিক হিসেবে সচিত্র পরিচয়পত্রই আসল প্রমাণ। কিন্তু এই পরিচয়পত্রে ভুল থাকলে সব জায়গায় তথ্যে গন্ডগোল হয়ে যাবে। ১৮ বছরেই হয়ে যায় ভোটার কার্ড। কিন্তু পরিচয়পত্রে কোনও ভুল হয়ে গেলে তা কীভাবে বদলাবেন! সংশোধন প্রক্রিয়া চলবে। সারাদিন লাইন দিতে হবে। স্থানীয় পুরসভায় জানাতে হবে। সেসব দিন এখন শেষ। ঘরে বসে অনলাইনেই সংশোধন করতে পারেন আপনার ভোটার পরিচয়পত্র।

Advertisement

কীভাবে সংশোধন করবেন আপনার ভোটার পরিচয়পত্র! দেখুন সংশোধনের পদ্ধতি।

  • www.nsvp.in ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে সংশোধন (Correction of entries in electoral roll) অপশন বেছে নিন।
  • তারপর ড্রপডাউন মেনুতে যান। সেখানে নিজের ভাষা বেছে নিন। তারপর আপনার তথ্য জানান।
  • এরপর আপনি সংশোধন করার অপশন দেখতে পাবেন। নিজের ভোটার কার্ডে যা যা ভুল আছে, সেখানে ক্লিক করুন। এখানে একসঙ্গে অনেকগুলো তথ্য সংশোধন করতে পারবেন।
  • সংশোধনের কাজ শেষ হওয়ার পর নিজের ই-মেল আইডি ও মোবাইল নম্বর দিন।
  • শুধু তাই নয়। নামের বানান, বয়স, ইত্যাদি পরিবর্তন করতে হলে আপনাকে বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, পাসপোর্টের স্ক্যান করা প্রতিলিপি আপলোড করতে হবে।
  • সবকিছু ঠিকঠাক থাকলে আপনার মেলে একটা মেল আসবে। মেল আসলেই ধরে নিতে পারেন আপনার কাজ ঠিকঠাক হয়েছে।
  • এরপর ঠিক ৩০ দিন লাগবে। আপনার ভোটার পরিচয়পত্র সংশোধন হয়ে যাবে।

[‘বিতর্কিত’ তেজ বাহাদুরের ছেলের রহস্যমৃত্যু, আত্মহত্যার তত্ত্ব খারিজ পরিবারের]

এতদিন ভোটার পরিচয়পত্রে ভুল থাকলে সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। সাধারণত ভোটের আগেই হয় সংশোধন। স্থানীয় পুরসভা বা সরকারি অফিসে খোঁজ নিতে হত। যখন নির্বাচন কমিশন সংশোধনের বিজ্ঞাপন দিত, তখনই সম্ভব হত। তবে সারাদিন লম্বা লাইন দিয়ে এই সংশোধন চলে।   

The post এবার অনলাইনেই সংশোধন করুন ভোটার কার্ড, জেনে নিন প্রক্রিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement