shono
Advertisement

Breaking News

হিন্দুদের নিরাপত্তায় মোদির হস্তক্ষেপ চাইল বাংলাদেশ

সারা দেশ জুড়েই হিন্দুদের উপর চলছে চোরাগোপ্তা আক্রমণ৷ এর প্রতিরোধে আবার মোদির হস্তক্ষেপ চাইল বাংলাদেশ৷
Posted: 08:23 PM Jun 12, 2016Updated: 02:58 PM Jun 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ব্লগার খুন৷ বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামির শিকার হয়েই চলেছেন মুক্তমনারা৷ মৌলবাদীদের হামলার সাম্প্রতিক শিকার হয়েছেন নিত্যরঞ্জন পাণ্ডে নামে এক হিন্দু আশ্রম কর্মী৷ এই ঘটনার প্রেক্ষিতেই এবার ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইল বাংলাদেশ৷

Advertisement

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা৷ সেখানে সংখ্যাগুরু ইসলাম ধর্মালম্বীদের থেকে বারবার তাদের উপর নেমে এসেছে আক্রমণ৷ বইমেলা প্রাঙ্গনে ব্লগার অভিজিৎ রায়ের হত্যা থেকে যে মৃত্যুলীলা শুরু হয়েছিল, তা  থামার কোনও লক্ষণ নেই৷ এ তো খবরে প্রকাশ কযেকটি ঘটনা মাত্র৷ সংবাদসংস্থা সূত্রে খবর, সারা দেশ জুড়েই হিন্দুদের উপর চলছে চোরাগোপ্তা আক্রমণ৷ যার প্রতিরোধে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইল বাংলাদেশ৷  মানবাধিকার কর্মী এবং বাংলাদেশে হিন্দু-বুদ্ধিস্ট-ক্রিশ্চান ইউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত জানান,  “বাংলাদেশে হিন্দুরা অস্তিত্বের সংকটে৷ মৌলবাদী ও জামাত শক্তি বাংলাদেশ থেকে হিন্দুদের মুছে দিতে চাইছে৷ ভারত হিন্দু প্রধান দেশ৷ আমাদের আশা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অবস্থা প্রতিরোধে এগিয়ে আসুন৷ বাংলাদেশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে হিন্দুদের প্রতিরক্ষায় পদক্ষেপ নিন৷”

গত দু’বছর ধরে একের পর এক হিন্দুদের খুন করা হচ্ছে বাংলাদেশে৷ যে মুসলমানরা এর প্রতিরোধ করছেন, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন, তাঁদেরও কোতল করেছে মৌলবাদীরা৷ অবস্থা ক্রমশ চরমে পৌঁছেছে৷ বাংলাদেশ সরকার নানা পদক্ষেপ নিয়েও মৌলবাদীদের হাত থেকে রক্ষা করতে পারেনি মুক্তমনাদের৷ এমনকী দেশের বিশ্ববিদ্যালয়ের কোনও কোনও অধ্যাপকও বিশেষ নিরাপত্তা নিয়ে দিন গুজরান করছেন৷ এমত পরিস্থিতিতে তাই ভারতেরই দ্বারস্থ বাংলাদেশ৷ মৌলবাদী শক্তি আটকাতে বাংলাদেশ সরকারের ব্যর্থতাই এতে প্রকট হল৷ তবে ভারতের তরফে এখনও সাহায্যের ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি৷

উল্লেখ্য, নিত্যরঞ্জন পান্ডের প্রতি শ্রদ্ধা জানাতে পাবনায় হাজির হয়েছিলেন ভারতীয় কূটনীতিকও৷ বাংলাদেশের পরিস্থিতির উপর ভারত যে নজর রাখছে এ ঘটনা তার প্রমাণ দেয়৷ তাহলে কি অদূর ভবিষ্যতে মৌলবাদী শক্তির বিরুদ্ধে একজোট হযে সংগ্রাম করবে ভারত-বাংলাদেশ৷ ভারতের কাছে বাংলাদেশের সাহায্যপ্রার্থনা আপাতত এই জল্পনাই উসকে দিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement