shono
Advertisement

পুত্র সন্তান বাঁচাও! কেন বলছে এই ভাইরাল ভিডিও?

পুরো ভিডিও দেখে বলুন তো আপনার কী মত? The post পুত্র সন্তান বাঁচাও! কেন বলছে এই ভাইরাল ভিডিও? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:07 PM Apr 18, 2017Updated: 02:37 PM Apr 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম-বেশি প্রায় প্রতিদিনই কিছু না কিছু খবর পাওয়া যায়৷ কোথাও কন্যা সন্তান হওয়ার কারণে মেরে ফেলা হয়েছে, কোথাও তো ভ্রুণ অবস্থাতেই শেষ করে দেওয়া হয়েছে ভবিষ্যতকে৷ যদিও কদাচ নারী হিসেবে বেড়ে উঠেছে তাও শিকার হতে হয় লিঙ্গ বৈষম্যের৷ অনেক সময় সম্পূর্ণতা পাওয়ার আগেই ধর্ষণের হাতে চোকাতে হয় নারী হওয়ার মূল্য৷ নারী বাঁচাও, কন্যা বাঁচাও, শিশুকন্যা বাঁচাও – এই স্লোগান শুনতেই অভ্যস্ত বেশিরভাগ ভারতবাসী৷ কিন্তু ইদানীং সোশ্যাল মিডিয়ার শোরগোল ফেলেছে নতুন একটি ভিডিও৷ যাতে দাবি করা হয়েছে, পুত্র সন্তান বাঁচাও৷ বিশ্বাস হচ্ছে না? বেশ নিজের চোখেই দেখুন৷

Advertisement

[‘মাতর’ নিয়ে মহিলাদের তো কোনও আপত্তি নেই! মন্তব্য রবীনার]

ভিডিওটি আপলোড করা হয়েছে কিগান পিন্টো নামের প্রোফাইল থেকে৷ যাতে সত্যিই পুত্র সন্তানকে বাঁচাতে বলা হয়েছে৷ আসলে ভিডিওতে বলা হয়েছে মানুষের চিন্তাধারা বদলাতে এবং ছোট থেকেই ছেলেদের মধ্যে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বীজ বপন করতে৷ যাতে তারা যেকোনও নারীকে সম্মান করতে শেখে৷ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার আগে দ্বিতীয়বার চিন্তা করে দেখে কী করছে৷ কোনও পুরুষ যেন মহিলার উপর অত্যাচার না করে৷ ছেলেদের মধ্যে যেন ধর্ষণের মতো নৃশংস প্রবৃত্তির জন্ম না হয়৷ কোনও পরিস্থিতিতেও নয়৷ মেয়েরা বাঁচলে তবেই পৃথিবীতে বাঁচবে প্রাণ৷ জন্ম নিতে পারবে নতুন জীবন৷ সেই জীবনে লিঙ্গ বৈষম্যের মতো অভিশাপের ছায়া যাতে না পড়ে সে কথাই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে৷

[চণ্ডীগড়ে চালু হল বাবা রামদেবের প্রথম ‘পৌষ্টিক’ রেস্তরাঁ]

এ যেন এক অন্য পুরুষতন্ত্র৷ যার মাধ্যমে আসলে নারীবাদের স্বপক্ষেই বলা হয়েছে৷ আর ছোট থেকেই এ বীজ ছেলেদের মধ্যে বপন করতে বলা হয়েছে৷ যাতে তাঁরা জীবনে সমস্ত নারী সম্পর্কের মর্যাদা দেয়৷ এভাবেই বাঁচবে সমাজ, বাঁচবে দেশ৷ আর সাম্যবাদের এই ভবিষ্যত হবে সুন্দর৷

[যোগীর কড়া নিয়মের বাইরে নন মন্ত্রীরাও, দেখুন কী বলছে মুখ্যমন্ত্রীর ‘Code of Conduct’]

The post পুত্র সন্তান বাঁচাও! কেন বলছে এই ভাইরাল ভিডিও? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement