সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীন ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। কমপক্ষে ১ হাজার পদে নিয়োগ করা হবে।
কারা আবেদনের যোগ্য:
- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
- বাংলা ভাষায় লেখা, পড়া এবং বলার দক্ষতা থাকতে হবে।
- গ্রামীণ এলাকায় ঘোরাঘুরির কাজে আগ্রহ থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফসিলিরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির আবেদনকারীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
[আরও পড়ুন: কোন ইঞ্জিনিয়ারিং পড়লে চাকরির সুযোগ বেশি? উচ্চমাধ্যমিকে ভরতির আগেই জানুন খুঁটিনাটি]
আবেদনের পদ্ধতি:
www.pscwbapplication.in অথবা www.pscwbonline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি:
পরীক্ষার ফি বাবদ ১১০ টাকা অনলাইনে জমা দিতে হবে। তবে তফসিলিদের কোনও ফি লাগবে না।
বেতন:
এই শূন্যপদে যোগদানকারীরা ৫ হাজার ৪০০ টাকা থেকে ২৫ হাজার ২০০ টাকা বেতন পাবেন। গ্রেড পে ২ হাজার ৬০০ টাকা।