shono
Advertisement

শহরে অটো দৌরাত্ম্য রুখতে আশার বাণী মন্ত্রীর, বসছে কমপ্লেন বক্স

কাজ হবে কি? সন্দিহান যাত্রীরা৷ The post শহরে অটো দৌরাত্ম্য রুখতে আশার বাণী মন্ত্রীর, বসছে কমপ্লেন বক্স appeared first on Sangbad Pratidin.
Posted: 01:08 PM Aug 10, 2018Updated: 01:38 PM Aug 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও নির্ধারিত ভাড়া থেকে দ্বিগুণেরও বেশি ভাড়া চাওয়া হয়, কখনও আবার একই রুটে একাধিকবার অটো বদল৷ চালকদের দুর্ব্যবহার নিয়েও যাত্রীদের অভিযোগ শেষ নেই৷ পরিস্থিতি এতটাই খারাপ যে, অটোচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগে উল্টোডাঙায় পথ অবরোধ করেছিলেন যাত্রীরা৷ এবার শহরের অটোর দৌরাত্ম্য রুখতে উল্টোডাঙা, গড়িয়াহাট ও সল্টলেকের করুণাময়ীতে বসছে কমপ্লেন বক্স৷ অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা নেবে ক্রেতা সুরক্ষা দপ্তর৷ আশার কথা শোনালেন মন্ত্রী সাধন পাণ্ডে৷ কিন্তু, কাজ হবে কি? সন্দিহান যাত্রীরা৷

Advertisement

[ খানাখন্দে ভরা বেহাল রাস্তা, চলন্ত অটো থেকে পড়ে মৃত দুধের শিশু]

বাস কিংবা মেট্রো তো আছেই, এ শহরে বিভিন্ন রুটে অটোও চলে৷ ভরা অফিস টাইমে যাত্রীও নেহাতই কম হয় না৷ বাস বা মেট্রোর ভিড় এড়িয়ে অটোতে যাতায়াত করতে পছন্দ করেন অনেকেই৷ কিন্তু, ইদানিং শহরে যেভাবে অটোর দৌরাত্ম্য বেড়েছে, তাতে তিতিরিরক্ত যাত্রীরা৷ তাঁদের বক্তব্য, সরকারের নিয়মে মেনে চলতে হয় বেসরকারি মালিকদের৷ বাসের ভাড়া ঠিক করে দেয় পরিবহণ দপ্তর৷ কিন্তু, অটোর ক্ষেত্রে ইউনিয়নই শেষ কথা৷ প্রশাসনের কোনও নজরদারি নেই৷ মোটর ভেহিকলসের থেকে রেজিস্টেশন পেলেই হল! নিজেদের ইচ্ছামতো রুটে অটো নিয়ে নেমে পড়েন চালকরা৷ এমনকী, একই রুটে একাধিকবার অটো বদল করতে হয়৷ নির্ধারিত ভাড়া থেকে দ্বিগুণের বেশি ভাড়া চান অটোচালক৷ কিছু বলতে গেলেই যাত্রীদের দুর্ব্যবহার করেন তাঁরা৷ পরিস্থিতি এমনই, যে গত সোমবার অটোর অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে ভরা অফিস টাইমে যাত্রীরা পথ অবরোধ করেছিলেন উল্টোডাঙায়৷ স্থানীয় বিধায়ক ও ক্রেতার সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের কাছে অভিযোগও জানিয়েছিলেন অটোর যাত্রীরা৷

শুক্রবার উল্টোডাঙা থেকে সল্টলেক পর্যন্ত রুটের অটোচালকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী সাধন পাণ্ডে৷ তাঁর আশ্বাস, উল্টোডাঙা, গড়িয়াহাট ও সল্টলেকের করুণাময়ীতে কমপ্লেন বক্স বসানো হবে৷ অভিযোগ জমা পড়লেই ব্যবস্থা নেবে ক্রেতা সুরক্ষা দপ্তর৷ অটো চালকদের প্রতি মন্ত্রীর বার্তা, ‘মানুষ নিয়ে যাচ্ছেন, পণ্য নিয়ে নয়৷ অযথা ঝুঁকি নেবেন না৷ যাত্রীদের সঙ্গে ভাল ব্যবহার করুন৷’ শহরের কোনও রাস্তায় উপরই যে অটোস্ট্যান্ড করা যাবে না, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে৷ তবে মন্ত্রী যাই বলুন না কেন, যাত্রীরা কিন্তু আশ্বস্ত হতে পারছেন না৷

[জোগান নেই অস্ত্রের, স্বাধীনতা দিবসে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন]

The post শহরে অটো দৌরাত্ম্য রুখতে আশার বাণী মন্ত্রীর, বসছে কমপ্লেন বক্স appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement