shono
Advertisement

১-৭ জানুয়ারির Horoscope: সিংহ রাশির জাতকদের জীবনে বড় বদল! বছরের প্রথম সপ্তাহ কেমন কাটবে আপনার?

পাহাড়ে ভ্রমণের সময় সতর্ক থাকতে হবে এই রাশিক জাতকদের।
Posted: 10:28 AM Jan 01, 2023Updated: 10:33 AM Jan 01, 2023

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। এই সময় আমোদ-প্রমোদে অতিরিক্ত খরচের ফলে সঞ্চয়ে টান। যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। বিবাহিত জীবন শুভ। তবে নিজেদের ব‌্যক্তিগত জীবনে অন্যের মতামত নিতে যাবেন না। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন।

বৃষ

সপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা প্রয়োজন। ব‌্যবসায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। বাড়িতে দামী সামগ্রীর খেয়াল রাখুন। কারণ, এই সময় হারিয়ে বা চুরি যাওয়ার আশঙ্কা লক্ষ‌ করা যায়।

মিথুন

বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে উপার্জন ভালই হবে। পিতা-মাতার মধ্যে কারও স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই সময় বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করুন। ব‌্যবসা-সম্প্রসারণের জন‌্য অার্থিক সংস্থা থেকে ঋণ নিতে পারেন। তবে ঋণ নেওয়ার পূর্বে, ঋণ পরিশোধের পরিকল্পনা তৈরি করুন।

কর্কট

সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। এই সময় কর্মজীবনে বাধা-বিঘ্ন আসতে পারে। তবে কখনওই আত্মবিশ্বাস হারাবেন না। সন্তানদের কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসবে। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পেতে পারে। মধ‌্যবয়স্ক জাতক-জাতিকারা পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারেন। পাহাড়ে ভ্রমণের সময় সতর্কতা বাঞ্ছনীয়।

সিংহ

আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করুন। অকারণে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। কতিপয় ব‌্যবসায়ীর শুক্ল-সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

কন্যা

ছাত্রছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় উচ্চশিক্ষা ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভরতির সুযোগ পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। পরিবারের জন‌্য আত্মত‌্যাগ করলেও পরবর্তী সময়ে পরিবারের কাছ থেকে তার সঠিক মূল‌্য পাবেন না।

তুলা

খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের সাফল্যের জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির জাতক-জাতিকাদের পৈত্রিক সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন‌্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বাড়িতে বড় কোনও সমস‌্যার ক্ষেত্রে আপনার আত্মীয়দের সাহায‌্য পাবেন।

বৃশ্চিক

স্ত্রীর প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতি। বাইরের লোকের উপর ব‌্যবসার দায়-দায়িত্ব সম্পূর্ণরূপে ছেড়ে দেবেন না। এই সময় জাতকের চোখ ও কানের সমস‌্যা দেখা দিতে পারে। নিজ প্রচেষ্টায় নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। পারিবারিক সম্পত্তি মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে।

ধনু

সপ্তাহের প্রারম্ভে সন্তানের কর্ম-প্রাপ্তিতে পরিবারে অার্থিক উন্নতি। সরকারি চাকরি-জীবীদের পদোন্নতি হতে পারে। তবে কাজের চাপ বাড়বে। সন্তানের পরীক্ষায় সাফল্যেরর জন‌্য দুশ্চিন্তা কেটে যাবে। ভাই-বোনদের বিবাহ নিয়ে পারিবারিক অশান্তি। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি।

মকর

আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। এই রাশির জাতক-জাতিকারা মরশুমি রোগ সম্পর্কে সচেতন থাকবেন। এই সময় পেটের সমস‌্যায় কষ্ট পেতে পারেন। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন।

কুম্ভ

চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় তাঁদের পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। সমাজসেবা, রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। তবে কিছু লোক আপনার বদনামও করতে পারে। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের অতিরিক্ত বন্ধুবান্ধব আপনার সন্তানকে কুপথে চালিত করতে পারে।

মীন

সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও আগামিদিনে পরিস্থিতি ভাল হবে। হস্তশিল্পীদের কাজের নৈপুণে‌্যর জন‌্য ভাল ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। তবে গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা বাঞ্ছনীয়।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার