shono
Advertisement

নোট বাতিলকে সমর্থন করায় নীতিশকে স্বাগত জানালেন শাহ

তবে কি বিজেপি-জেডিইউ আবার কাছাকাছি আসছে? The post নোট বাতিলকে সমর্থন করায় নীতিশকে স্বাগত জানালেন শাহ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:02 PM Nov 27, 2016Updated: 05:32 PM Nov 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করার জন্য‘স্বাগত’৷ বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমারের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি অমিত শাহ৷ রবিবার নয়াদিল্লির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি৷

Advertisement

কিছুদিন আগেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ বেশিরভাগ বিরোধী দলই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে৷ যার প্রভাব পড়েছে সংসদেও৷ প্রায় প্রতিদিনই নোট বাতিল নিয়ে বিরোধীদের হই-হট্টগোলে মুলতবি হয়ে যাচ্ছে সংসদীয় অধিবেশন৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, থেকে বাম দলগুলি সবাই মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব৷ এমনকি, নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে এনডিএ সরকারের বেশকিছু শরিক দলও৷

ঠিক তখনই উল্টো রথে চড়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘোষণা নোট বাতিলের সিদ্ধান্তে তাঁর সমর্থন রয়েছে৷ বলা যায় রাজনৈতিক মহলকে কিছুটা হলেও অবাক করেছে নীতিশের এই সিদ্ধান্ত৷ কারণ, রাজনীতিতে মোদি-নীতিশ বৈরিতার কথা সবারই জানা৷ এমনকি, বিহারে বিজেপিকে রুখতে লালুর আরজেডির সঙ্গেও জোট বাঁধতে পিছপা হয়নি নীতিশের জেডিইউ৷ আর এই নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করেনি আরজেডিও৷ তবে এক্ষেত্রে সবাইকে অবাক করেই মোদির সিদ্ধান্তকে সমর্থন করেছেন নীতিশ৷ শুধু তাই নয়, এর আগে জিএসটি নিয়েও একবাক্যে সমর্থনের পথে হেঁটেছিলেন নীতিশ৷ সার্জিক্যাল স্ট্রাইকেও মোদি পাশে পেয়েছিলেন নীতিশকে৷ অন্যদিকে, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের সভায় গিয়ে মোদির মুখে শোনা গিয়েছিল নীতিশের প্রশংসা৷ এরই মধ্যে আবার মোদি ঘনিষ্ঠ অমিত শাহ-র মুখেও শোনা গেল নীতিশের প্রশংসা৷ সূত্রের খবর, অমিত শাহ ব্যক্তিগত ভাবে নীতিশের বাসভবনে গিয়ে দেখাও করেছেন৷ তাই রাজনৈতিক মহলে প্রশ্নও উঠে গিয়েছে, তবে কি বিজেপি-জেডিইউ আবার কাছাকাছি আসছে?

The post নোট বাতিলকে সমর্থন করায় নীতিশকে স্বাগত জানালেন শাহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement