সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করার জন্য‘স্বাগত’৷ বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমারের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি অমিত শাহ৷ রবিবার নয়াদিল্লির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি৷
কিছুদিন আগেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ বেশিরভাগ বিরোধী দলই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে৷ যার প্রভাব পড়েছে সংসদেও৷ প্রায় প্রতিদিনই নোট বাতিল নিয়ে বিরোধীদের হই-হট্টগোলে মুলতবি হয়ে যাচ্ছে সংসদীয় অধিবেশন৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, থেকে বাম দলগুলি সবাই মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব৷ এমনকি, নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে এনডিএ সরকারের বেশকিছু শরিক দলও৷
ঠিক তখনই উল্টো রথে চড়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘোষণা নোট বাতিলের সিদ্ধান্তে তাঁর সমর্থন রয়েছে৷ বলা যায় রাজনৈতিক মহলকে কিছুটা হলেও অবাক করেছে নীতিশের এই সিদ্ধান্ত৷ কারণ, রাজনীতিতে মোদি-নীতিশ বৈরিতার কথা সবারই জানা৷ এমনকি, বিহারে বিজেপিকে রুখতে লালুর আরজেডির সঙ্গেও জোট বাঁধতে পিছপা হয়নি নীতিশের জেডিইউ৷ আর এই নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করেনি আরজেডিও৷ তবে এক্ষেত্রে সবাইকে অবাক করেই মোদির সিদ্ধান্তকে সমর্থন করেছেন নীতিশ৷ শুধু তাই নয়, এর আগে জিএসটি নিয়েও একবাক্যে সমর্থনের পথে হেঁটেছিলেন নীতিশ৷ সার্জিক্যাল স্ট্রাইকেও মোদি পাশে পেয়েছিলেন নীতিশকে৷ অন্যদিকে, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের সভায় গিয়ে মোদির মুখে শোনা গিয়েছিল নীতিশের প্রশংসা৷ এরই মধ্যে আবার মোদি ঘনিষ্ঠ অমিত শাহ-র মুখেও শোনা গেল নীতিশের প্রশংসা৷ সূত্রের খবর, অমিত শাহ ব্যক্তিগত ভাবে নীতিশের বাসভবনে গিয়ে দেখাও করেছেন৷ তাই রাজনৈতিক মহলে প্রশ্নও উঠে গিয়েছে, তবে কি বিজেপি-জেডিইউ আবার কাছাকাছি আসছে?
The post নোট বাতিলকে সমর্থন করায় নীতিশকে স্বাগত জানালেন শাহ appeared first on Sangbad Pratidin.