shono
Advertisement

এলপিজি কেলেঙ্কারিতে গ্রেপ্তার বিজেপি নেতা রঞ্জিত মজুমদার

দুর্নীতির শিকড় কতটা গভীরে, খতিয়ে দেখবে পুলিশ৷ The post এলপিজি কেলেঙ্কারিতে গ্রেপ্তার বিজেপি নেতা রঞ্জিত মজুমদার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:56 AM Sep 15, 2018Updated: 09:18 AM Sep 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলপিজি কেলেঙ্কারিতে গ্রেপ্তার বিজেপি নেতা রঞ্জিত মজুমদার৷ তাঁকে গ্রেপ্তার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ৷ সূত্রের খবর, শুক্রবার রাতে তাঁকে জেরা করেন কলকাতা পুলিশের আধিকারিকরা৷ তাঁর কথায় অসংগতি ধরা পড়লে শনিবার গ্রেপ্তার করা হয়৷ তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ যার মধ্যে অন্যতম, জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা৷ গ্রেপ্তার হওয়া বিজেপি নেতাকে শনিবারই ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে৷ তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আপিল করবে পুলিশ৷ এমনই জানা গিয়েছে সূত্র মারফৎ৷

Advertisement

[লোকসভা ভোটের আগে বাংলায় দলের রাশ নিজের হাতেই নিচ্ছেন অমিত শাহ]

রাজ্য বিজেপির প্রতিনিধি হিসাবে কেন্দ্রের উজ্জ্বলা যোজনার প্রকল্পের দায়িত্বভার ছিল রঞ্জিত মজুমদারের উপরে৷ অভিযোগ, গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন তিনি৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে উজ্জ্বলা যোজনায় গ্যাস পাইয়ে দেওয়ার কথা বলে বিজেপি কর্মী ও সাধারণ গ্রামবাসীদের থেকে টাকা তুলেছেন তিনি। টাকা দিলেও পরবর্তী সময়ে গ্যাস পাননি কেউই৷ ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ে দলের রাজ্য দপ্তরে। দলীয়স্তরে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়৷ এবিষয়ে লালবাজারে অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। গত সোমবার তাঁকে লালবাজার থেকে তলব করা হয়। এরপরই শনিবার গ্রেপ্তার হন রঞ্জিত মজুমদার৷

[রাজ্য পুলিশের রং-মিলান্তি, খাকির বদলে সাদা হচ্ছে উর্দি]

ধৃত নেতার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে ইতিমধ্যে রাজ্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে৷ জানানো হয়েছে, অনেকদিন আগেই রঞ্জিতবাবুকে উক্ত দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দল৷ সূত্রের খবর, ধৃতকে জেরা করে এই জালিয়াতির ঘটনার গভীরে যেতে চাইছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা৷ এই ঘটনায় আরও কে কে জড়িত রয়েছে তার খোঁজ করতে চাইছেন তাঁরা৷ ঠিক সেই কারণেই শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তুলে, তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আপিল করবে পুলিশ৷

The post এলপিজি কেলেঙ্কারিতে গ্রেপ্তার বিজেপি নেতা রঞ্জিত মজুমদার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement