ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ফের চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত৷ আগামী ১৫ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সেকথা নবান্নের তরফে জানানো হয়েছে৷ সূত্রের খবর, চিঠিতে একগুচ্ছ অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছেন, রাজ্যের স্বার্থ রক্ষার্থে ব্যর্থ নীতি আয়োগ৷ আর্থিক বণ্টন সম্পর্কিত যথাযথ পরিকল্পনা রূপায়ণ করতে পারেনি এই কেন্দ্রীয় সংস্থা৷
[ আরও পড়ুন: ধন্যি অধ্যবসায়! দু’বছর স্মার্টফোন ছুঁয়ে দেখেননি NEET-এর টপার ]
নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এই নীতি আয়োগের আর্থিক ক্ষমতা সম্পর্কেও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজ্যের উন্নয়নে কোনও রকমের আর্থিক সাহায্য নীতি আয়োগ করতে পারেনি৷ আর্থিক সাহায্য চেয়ে রাজ্য একাধিকবার চিঠি পাঠালেও, তার উত্তর দেওয়া হয়নি৷ চিঠিতে যোজনা কমিশনের ক্ষমতার সঙ্গে নীতি আয়োগের তুলনা টেনেছেন মুখ্যমন্ত্রী৷ ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, যোজনা কমিশনের মতো কাজ করতে পারেনি এই সংস্থা৷ এর দ্বারা রাজ্যের কোনও উপকার হয়নি৷ তাই এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না৷
[ আরও পড়ুন: সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, পাকিস্তানকে সাফ বার্তা ভারতের ]
প্রসঙ্গত, গত সপ্তাহেই দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি৷ প্রথমে যাওয়ার কথা থাকলেও, পরে বিতর্কের কারণে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দ্বিতীয়বার কুরসিতে বসেই নীতি আয়োগের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী৷ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছাড়াও যেখানে উপস্থিত থাকতে বলা হয় রাজ্যপাল ও কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল এবং কেন্দ্রীয় মন্ত্রীদের৷ প্রথম থেকেই নীতি আয়োগের ঘোরতর বিরোধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রথম মোদি সরকারের ডাকা নীতি আয়োগের প্রথম বৈঠকও এড়িয়ে যান তিনি। কিন্তু গত বছর জুন মাসে নীতি আয়োগের বৈঠকে যান তিনি। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি৷
The post রাজ্যের স্বার্থ রক্ষায় ব্যর্থ, নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা appeared first on Sangbad Pratidin.