shono
Advertisement

আজ বিকেলে পঞ্চায়েত ভোটের ভাগ্য নির্ধারণ হাই কোর্টে

পঞ্চায়েত নিয়ে আরও বাড়তে চলেছে জটিলতা৷ The post আজ বিকেলে পঞ্চায়েত ভোটের ভাগ্য নির্ধারণ হাই কোর্টে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:16 PM Apr 16, 2018Updated: 04:04 PM Dec 04, 2018

শুভঙ্কর বসু: আরও জটিল হল পঞ্চায়েত ভোটের ভাগ্য৷ কলকাতা হাই কোর্টের ডিভিশনে মামলার শুনানি শেষ৷ আজ, বিকাল চারটে নাগাদ মামলার রায় দান৷ অর্থাৎ, তখনই জানা যাবে নির্ধারিত সময়ে ভোট হবে কি না৷ মামলা ডিভিশন বেঞ্চে ফেরত যাবে কি তাও আজ বিকালেই স্পষ্ট করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷

Advertisement

[শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে ধর্মতলায় অনশনে কংগ্রেস, মিছিলে বামেরা]

আজ ছিল পঞ্চায়েত মামলার শুনানি৷ শুনানিতে রাজ্যের তরফে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার উপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়৷ রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবিধানের ২৪৩-ও ধারা তুলে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সওয়াল করতে থাকেন৷ বিজেপি যে মামলা করেছিল, তাতে ত্রুটি রয়েছে বলেও এদিন অভিযোগ তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ আদালতের কাছে তথ্য গোপন করে বিজেপি একই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে হাই কোর্টের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ তোলেন তিনি৷ রাজ্যের তরফে অভিযোগ তোলা হয়, সিঙ্গল বেঞ্চের গত সপ্তাহের রায় পক্ষপাতদুষ্ট৷

পাশাপাশি, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর বিরোধীদের মামলা করে নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে বলেও এদিন অভিযোগ তোলা হয়৷ দীর্ঘ সময় ধরে চলে মামলার শুনানি৷ সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর ডিভিশন বেঞ্চ থেকে মামলা সিঙ্গল বেঞ্চে পাঠানোর পরামর্শ দেয় আদালত৷ আজ দুপুরেই সিঙ্গল বেঞ্চে মালার শুনানি৷ সিঙ্গল বেঞ্চে মামলার শুনানির পর ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে বলে জানানো হয়৷ ‘সিঙ্গল বেঞ্চে কিছু না পাওয়া গেলে’ তখন ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ দেয় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷

[সমাজসেবার নেশায় পঞ্চায়েতের প্রার্থী মালদহের কোটিপতি সমীর ঘোষ]

গত ১২ এপ্রিল নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাই কোর্ট সিঙ্গল বেঞ্চ৷ একইসঙ্গে মনোনয়ন পর্ব-সহ ভোট প্রক্রিয়া সংক্রান্ত বেশ কিছু তথ্য কমিশনের কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি সুব্রত তালুকদার৷ আদালত সূত্রে খবর, আজ দুপুর দু’টো নাগাদ সিঙ্গল বেঞ্চে উঠতে চলেছে পঞ্চায়েত মামলা৷ একই সঙ্গে আজই বিকাল সাড়ে চারটে নাগাদ ডিভিশন বেঞ্চে মামলার শুনানি আছে৷

তবে, সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের মামলার গেরোয় আপাতত বিশ বাঁও জলে পঞ্চায়েত ভোটের ভবিষ্যত৷ মনে করছেন আইন বিশেষজ্ঞদের একাংশের৷ কেন না, আজ হাই কোর্টের উপর নির্ভর করছিল পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ৷ কলকাতা হাইকোর্টের দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ আজ আদালতের মামলার গেরোয় মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়বে কি না, ভোট পিছিয়ে যাবে কি না, গেলে ক’দিনের জন্য পিছিয়ে যাবে তা নিয়ে এখনও অব্যাহত ধোঁয়াশা৷

গত সপ্তাহে হাই কোর্টের নির্দেশকে ঢাল করে ইতিমধ্যেই পরবর্তী রণকৌশল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী দলগুলি৷ হাই কোর্টের নির্দেশ বিরুদ্ধে গেলে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই রেখেছে বিজেপি৷ একই ভাবে আদালতের রায় রাজ্যের অনুকূলে না গেলে উচ্চ আদলতে যাওয়ার পথও খোলা রয়েছে৷ ফলে, পঞ্চায়েত নিয়ে আরও বাড়তে চলেছে জটিলতা৷

[বাঙালি আবেগ ছুঁতে বর্ষবরণের উৎসবকেই হাতিয়ার বিজেপির]

The post আজ বিকেলে পঞ্চায়েত ভোটের ভাগ্য নির্ধারণ হাই কোর্টে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement