সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমল উদ্বেগ। ফের নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। একধাক্কায় গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল সংক্রমণ। সোমবারও করোনায় (Coronavirus) মৃত্যুহীন বাংলা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১ জন। যা রবিবারের তুলনায় অনেকটাই কম। পজিটিভ কেস ২০ লক্ষ ১৭ হাজার ২৩৩। এখনও পর্যন্ত মোট ২১ হাজার ১৯৭ জনের ভাইরাসের থাবায় প্রাণ গিয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কাড়েনি কারও। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
[আরও পড়ুন: বগটুই কাণ্ডের রেশ বিধানসভায়, তৃণমূল-বিজেপির হাতাহাতিতে নাক ফাটল বিধায়কের, ভাঙল চশমাও]
সুস্থতাও ভরসা জোগাচ্ছে প্রায় সকলকেই। কারণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সুস্থতা অনেকটাই বেশি। একদিনে সুস্থ হয়েছেন ৬৭ জন। তার ফলে কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৫ হাজার ৩৫৬ জন। সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।
গত দু’বছর ধরে গোটা বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনা। ২০২০ সালের মার্চ থেকে কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। দেশজুড়ে লকডাউনের (Lockdown) সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তার ফলে ঘরবন্দি হয়ে পড়েন সাধারণ মানুষ। রাজ্যজুড়েও জারি হয় নানা কড়া বিধিনিষেধ। সেই সময় থেকে করোনা রোগীদের তড়িঘড়ি চিহ্নিতকরণের উপর জোর দেওয়া হয়। একদিনে ৯ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২কোটি ৪৭ লক্ষ ১৪ হাজার ৫৬০। পজিটিভিটি রেট (Positivity Rate) ০.৩৩ শতাংশ। করোনা মোকাবিলায় টিকাকরণের উপরেও জোর দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৭৩ ডোজ ভ্যাকসিন (Vaccine) দেওয়া হয়েছে। করোনা গ্রাফ নিম্নমুখী হলেও সাবধানে থাকার বার্তাই দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহারের পরামর্শ তাঁদের। কারণ, সামান্য অসাবধানতায় বড়সড় বিপদের আশঙ্কা করছেন তাঁরা।