shono
Advertisement

Coronavirus Update: পরপর ২ দিন করোনায় মৃত্যুহীন বাংলা, বাড়ল সুস্থতাও

গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত ৫৯ জন।
Posted: 07:52 PM Mar 24, 2022Updated: 08:12 PM Mar 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। পরপর ২ দিন করোনায় (Coronavirus) মৃত্যুহীন গোটা রাজ্য। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন। বাড়ল সুস্থতাও। 

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫৯ জন। বুধবারও দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল একই। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৩৫ জন। বৃহস্পতিবার করোনা প্রাণ কাড়েনি কারও। এখনও পর্যন্ত মোট ২১ হাজার ১৯৭ জন ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন। মৃত্যুহার ১.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৮.৯১ শতাংশ। এখনও পর্যন্ত ১৯ লক্ষ ৯৫ হাজার ৫৭ জন করোনাকে হারিয়েছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৯১ শতাংশ।

[আরও পড়ুন: কাতার বিশ্বকাপে ভারতের চমক, মেগা টুর্নামেন্টের অফিসিয়াল স্পনসর বাইজুস]

২০২০ সালের মার্চ থেকেই বাংলায় দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। সেই সময় থেকেই নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৬ লক্ষ ৫৯ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৩৬ শতাংশ। করোনা সংক্রমণ রুখতে টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। এদিন ২ লক্ষ ৮১ হাজার ৬১০টি ডোজ দেওয়া হয়েছে।

বর্তমানে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তবে সতর্ক থাকারই পরামর্শ বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের কথা বলছেন তাঁরা। সামান্য উদাসীনতাও বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে সাসপেন্ড ‘দাবাং’ এসপি নগেন্দ্র ত্রিপাঠি? প্রশাসনিক স্তরে চূড়ান্ত বিভ্রান্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement