shono
Advertisement

জানেন, নতুন কী পরিবর্তন হল হোয়াটসঅ্যাপে?

৫টির বেশি মেসেজ ফরওয়ার্ড করা যাবে না৷ The post জানেন, নতুন কী পরিবর্তন হল হোয়াটসঅ্যাপে? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:05 PM Jul 20, 2018Updated: 08:35 PM Jul 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভুয়ো খবরের জেরে দেশ জুড়ে অশান্তি চলছে৷ সমস্যা সমাধান করতে অবশেষে তৎপর হল হোয়াটসঅ্যাপ। ফেসবুক সংস্থার হোয়াটসঅ্যাপ এবার মেসেজ ফরওয়ার্ডিংয়ের ক্ষেত্রে সীমা বেঁধে দিতে চলেছে। বৃহস্পতিবারই একথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপের ভারতীয় কর্তৃপক্ষ৷

Advertisement

[দিনভর বাণিজ্যিক কলে তিতিবিরক্ত? গ্রাহকদের জন্য নয়া আইন আনছে ট্রাই]

সেই অনুযায়ী শুক্রবারই নয়া নিয়মের কথা ঘোষণা করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷ নয়া নিয়মে বলা হয়েছে, অ্যাপ ব্যবহারকারীরা এবার একসঙ্গে পাঁচটির বেশি মেসেজ ফরওয়ার্ড করতে পারবেন না৷ এবার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ‘কুইক ফরওয়ার্ড বাটন’-ও৷

[এবার ভুয়ো খবর চেনাবে হোয়াটসঅ্যাপ, জানেন কীভাবে?]

হোয়াটসঅ্যাপে ছড়ানো ভুয়ো খবরের জন্য দেশে গণপ্রহারের ঘটনা বেড়েই চলেছে। বলি হয়েছেন নিরীহ মানুষও৷ বিশ্বজুড়ে ২০ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। মেসেজ ফরওয়ার্ড হয় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখান থেকেই সূত্রপাত অশান্তির৷ সম্প্রতি মহারাষ্ট্রে ছেলেধরা সন্দেহে পাঁচজনকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা প্রকাশ্যে আসার পরই কেন্দ্র সরকারের পক্ষ থেকে সতর্ক করা হয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে।

[শহরে ‘ইটালিয়ান কনসেপ্ট’, নির্ভয়ে বিক্রি করুন পুরনো মোবাইল]

বৃহস্পতিবারও কেন্দ্র সরকারের পক্ষ থেকে দ্বিতীয়বার হোয়াটসঅ্যাপকে সতর্ক করা হয়। সরকারের তরফে নোটিস দিয়ে বলা হয়, যে কোনও মূল্যে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে হবে। নইলে আইনি পথে যাবে কেন্দ্র সরকার। এ মাসেই হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সংস্থা তাদের নতুন ফিচারগুলি সম্পর্কে অবগত করে ব্যবহারকারীদের। নোটিসের জবাব দেওয়ার আগেই ব্লগস্পটে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায়, এই সমস্ত পরিবর্তনের জেরে হোয়াটসঅ্যাপকে তার মূল চরিত্র অর্থাৎ প্রাইভেট মেসেজিং অ্যাপ হিসাবে পুনরুদ্ধার করা সম্ভব হবে।

The post জানেন, নতুন কী পরিবর্তন হল হোয়াটসঅ্যাপে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement