সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ফেসবুক ভিডিও ভাইরাল হয়ে উঠছে। ওই ভিডিও-য় বিএসএফ জওয়ান দাবি করেছেন, সীমান্তে জওয়ানদের কম গুণগত মানের খাবার দেওয়া হয়। কিন্তু জানেন কি, ওই জওয়ানের ফেসবুক অ্যাকাউন্ট কে চালান?
(খাবার নেই, খোদ রাজনাথকেই চিঠি আর এক জওয়ানের)
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, তেজ বাহাদুর যাদবের ফেসবুক অ্যাকাউন্ট চালান তাঁর স্ত্রী। তেজ বাহাদুরের অ্যাকাউন্ট ব্যবহার করে সে কথা ফাঁস করেছেন তিনি নিজেই। অভিযোগকারী জওয়ানের স্ত্রী লিখেছেন, “অনেকেই বলছেন এটি নাকি একটি নকল আইডি। তাই আমি বলতে চাই, আমি তেজ বাহাদুর যাদবের স্ত্রী এই আইডিটি ব্যবহার করি।” দেখুন সেই পোস্ট-
ফেসবুকে আপলোড করা ভিডিও-য় ওই জওয়ান সীমান্তরক্ষী বাহিনীকে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ দাবি করেছেন। যদিও বিএসএফ কর্তারা মঙ্গলবারই সাফ জানিয়ে দিয়েছেন, সীমান্তে জওয়ানদের মোটেও খারাপ খাবার সরবরাহ করা হয়না। নিজেকে বিএসএফ-এর ২৯ ব্যাটালিয়নের সদস্য বলে দাবি করে অভিযোগকারী জওয়ান ভিডিও-য় বলেছেন, ফৌজের বড়কর্তারা কেন্দ্রের পাঠানো রসদ নিয়ে দুর্নীতি করেন।
(খোঁজ মিলছে না প্রতিবাদী জওয়ানের, আতঙ্কে পরিবার)
(সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের)
দেখুন আরও ভিডিও:
(দুর্নীতির অভিযোগ জানানো জওয়ান মদ্যপ, দাবি বিএসএফের)
দেখুন আরও ভিডিও: