সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগ্রার তাজমহলকে যখন ইতিহাসের কলঙ্ক বলে মন্তব্য করেছিলেন বিজেপি বিধায়ক সংগীত সোম, তখন শাসকদলকে বিঁধতে গিয়ে প্রশ্নটা তুলেছিলেন অভিনেতা প্রকাশ রাজ। অভিনেতার প্রশ্ন ছিল, তাজমহলও কি অদূর ভবিষ্যতে ভ্যানিস হয়ে যাবে? আর এবার আগ্রায় এই ঐতিহাসিক সৌধটিকে ধ্বংস করে দেওয়ার ডাক দিলেন বিজেপি সাংসদ বিনয় কাটিহার। তাঁর সাফ কথা, তাজমহল নয়, আগ্রায় যমুনার তীরে একমাত্র তেজোমহলেরই অস্তিত্ব থাকা উচিত। প্রসঙ্গত, বিজেপির এই সাংসদ একসময় দাবি করেছিলেন, আগ্রায় যেখানে আজ তাজমহল দাঁড়িয়ে আছে, সেখানে তেজোমহল বলে একটি হিন্দু মন্দির ছিল।
[সর্বদা তাজমহল দেখার সাধ পূরণ নাও হতে পারে ভারতীয়দের, কেন জানেন?]
এটা ঘটনা যে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোনওকালেই পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলের প্রতি সদয় ছিলেন না। বিজেপি ক্ষমতায় আসার পর, রাজ্যের পর্যটন বিভাগের বুকলেট থেকেও বাদ পড়ে আগ্রার ঐতিহাসিক সৌধ। তা নিয়ে সমালোচনা কিছু কম হয়নি। কিন্তু, তাজমহল বিতর্ককে তুঙ্গে নিয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশেরই বিজেপি বিধায়ক সংগীত সোম। তাজমহলকে বিশ্বাসঘাতকদের তৈরি ইতিহাসের কলঙ্ক বলে অভিহিত করেছিলেন তিনি। সমালোচনার ঝড়ে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছিল উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছিল খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। বেশ কয়েক মাস ধরে জলঘোলা হয়েছিল বিস্তর। সময়ের নিয়মে এখন অবশ্য তাজমহল বিতর্ক থিতিয়ে গিয়েছে। কিন্তু, নতুন করে ফের বিতর্ক উসকে দিলেন বিজেপি সাংসদ বিনয় কাটিহার। এ বছর তাজ মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগ্রায়। এই অনুষ্ঠান নিয়ে এক প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ বলেন, ‘তাজ আর তেজ-র মধ্যে বিশেষ পার্থক্য নেই। উৎসব হচ্ছে ভাল কথা। ঔরঙ্গজেবের আমলে তাজমহল বলে কিছু ছিল না। ওখানে আমাদের মন্দির ছিল। এখন সেটা কবরস্থান হয়ে গিয়েছে। একদিন আসবে, যখন ভিতরের কবরস্থানটি প্রশাসন ভেঙে দেবে।’
[পাক সেনা ও ব্যাট-এর যৌথ হানা, কাশ্মীরে শহিদ সেনা অফিসার-সহ ৪ জওয়ান]
প্রসঙ্গত, গত বছর গুজরাটে বিধানসভা ভোটে রীতিমতো বিপাকে পড়েছিল বিজেপি। কোনওমতে মোদির রাজ্যে গড় রক্ষা করেছে পদ্মশিবির। দিন কয়েক আগে রাজস্থান ও মধ্যপ্রদেশের স্থানীয় ভোটে কংগ্রেসের কাছে শোচনীয়ভাবে হেরেছে বিজেপি। রাজনৈতিরক মহলের মতে, লোকসভা ভোটের আগে ফের পালে হাওয়া টানতেই তাজমহলকে সামনে রেখে ধর্মীয় মেরুকরণে তাস খেলতে চাইছে কেন্দ্রের শাসকদল।
[কেরলের স্পিকারের ৫০ হাজারি চশমা! বিতর্কে ‘সর্বহারা’ দল]
The post তাজমহলের বদলে আগ্রায় থাকবে তেজোমহল, ফের বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের appeared first on Sangbad Pratidin.