shono
Advertisement

Breaking News

‘তোমার বিয়েতে নাচব’, পাঁচ ছক্কা হাঁকানো রিঙ্কুকে ম্যাচের পর বিশেষ বার্তা শাহরুখের

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের পরেই রিঙ্কুকে ফোন করেছিলেন বলিউড বাদশা।
Posted: 07:57 PM Apr 27, 2023Updated: 07:57 PM Apr 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে চলতি আইপিএলের সবচেয়ে আলোচিত নাম- রিঙ্কু সিং (Rinku Singh)। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই অবিশ্বাস্য ইনিংস খেলেই থেমে থাকেননি তিনি। প্রায় সব ম্যাচেই ঝোড়ো ব্যাটিং করে যাচ্ছেন কেকেআর তারকা। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ, তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক শাহরুখ খানের (Shahrukh Khan) নামও রয়েছে রিঙ্কুর গুণমুগ্ধদের তালিকায়। এবার শুধু তারিফ নয়, রিঙ্কুকে আরও বিশেষ বার্তা দিয়েছেন কিং অফ রোম্যান্স।

Advertisement

গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর রিঙ্কুর উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির ক্যাপশনে বলিউড বাদশা লেখেন, “ঝুমে জো রিঙ্কু। রিঙ্কু, নীতেশ, ভেঙ্কটেশ তোমরা দুর্দান্ত। আর অবশ্যই নিজেদের উপর বিশ্বাস রেখো, সেটাই সব। অভিনন্দন কলকাতা নাইট রাইডার্স আর ভেঙ্কি মাইসোর স্যার (KKR-এর সিইও) নিজের হার্টের খেয়াল রাখবেন।”

[আরও পড়ুন: ইডির আবেদনে সাড়া, ১৯ জুন পর্যন্ত হেফাজতে শিক্ষা দুর্নীতি মামলায় গ্রেপ্তার কুন্তল ঘোষ]

তারপরেই রিঙ্কুর সঙ্গে ফোনে কথা বলেন শাহরুখ। জিও সিনেমা অ্যাপে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নাইটদের নয়া তারকা বলেন, “আমার বিয়ের কথা জিজ্ঞাসা করছিলেন শাহরুখ। বলছিলেন, অনেকেই নিজেদের বিয়েতে আমাকে আমন্ত্রণ করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাই না। তবে তোমার বিয়েতে কিন্তু আমাকে অবশ্যই ডাকবে। আমি সেখানে গিয়ে নাচব।” রিঙ্কুর এই কথার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন রিঙ্কু। ৮ ইনিংসে মোট ২৫১ রান করেছেন। তবে রানের থেকেও বেশি নজরকাড়া তাঁর স্ট্রাইক রেট। ১৫৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন রিঙ্কু। হাঁকিয়েছেন ১৭টি ছক্কা। তাঁর হাত ধরেই আরও সাফল্য পাবে কেকেআর, এমনটাই আশা ভক্তদের।

[আরও পড়ুন: ‘হুজুর, ওটা ফলস কেস! এবার CBI মামলায় আমায় জামিন দিয়ে দিন’, কাতর আরজি অনুব্রতর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement