shono
Advertisement

রমজান মাসে সীমান্তে অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রের

তবে আক্রমণ এলে পালটা দেওয়া হবে৷ The post রমজান মাসে সীমান্তে অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:32 PM May 16, 2018Updated: 06:47 PM May 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটক নির্বাচন ছিল বড় পরীক্ষা৷ নির্বাচনে মোটামুটি ভাল ফল করেই এবার ২০১৯-এর লোকসভা নির্বাচনে ঝাঁপাতে তৈরি হচ্ছে গেরুয়া শিবির৷ ২০১৯-এ দিল্লির যাত্রাপথ সুগম করতে সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর গুরুত্ব বাড়াতে নয়া কৌশল নিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ বিতর্ক এড়িয়ে তাই রমজান মাসে জম্মু-কাশ্মীর সীমান্তে অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র৷

Advertisement

[কংগ্রেসের সমর্থনে সরকার গড়ুন, কুমারস্বামীকে ফোন মমতার]

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আজ জানানো হয়, রমজান মাস উপলক্ষে আগামী এক মাস উপত্যকায় জঙ্গিদমন অভিযান চালানো থেকে বিরত থাকবে ভারতীয় সেনা৷ তবে, অভিযান বন্ধ রাখা মানে, সীমান্তে নিরাপত্তা ঢিলেঢালা থাকবে তা কিন্তু নয়৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রমজান মাসে সীমান্তের ওপার থেকে আক্রমণ চালালে ভারতীয়রা তার উপযুক্ত জবাব দেবে৷

তবে, হঠাৎ কেন রমজান মাসে সীমান্ত অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রের? রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, রমজান মাসে জম্মু-কাশ্মীর অভিযান বন্ধ রেখে মুসলিম সম্প্রদায়ের মন পাওয়ার চেষ্টায় কেন্দ্রের মোদি সরকার৷ কারণ, মুসলিম আবেগ গায়ে মাখতে পারলে ভোটের বাক্সে ডিফিডেন্ট পাবে কেন্দ্র৷ এক্ষেত্রে ভোটের বৈতরণী পার হতে সুবিধা হবে গোরুয়া শিবিরের৷ একদিন ‘হিন্দুত্ব’ তাস, অন্যদিকে মুসলিম প্রীতিকে ভর করেই এগোতে চাইছে মোদির সেনাপতি অমিত শাহরা৷

[সেতু ভেঙে পড়ার জের, চার আধিকারিককে বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন যোগীর]

নোটবন্দি থেকে জিএসটি, একের পর কেন্দ্রীয় নীতি ও বিভিন্ন ঘটনায় জেরে জেরবার কেন্দ্রের মোদির প্রশাসন৷ গুজরাট ও কর্ণাটকে ভাল ফলাফল হলেও দিল্লির সিংহাসন বেশ টলোমলো মোদির৷ একদিকে রাহুলের নেতৃত্বে কংগ্রেসের দৌড় ও আঞ্চলিক দলগুলির লাগাতার শক্তিবৃদ্ধি মোদি-শাহকে বেশ ভাবিয়ে তুলেছে৷ ফলে, দেশের সব শ্রেণির মানুষের মন পেতেই সচেষ্ট গেরুয়া শিবির৷

The post রমজান মাসে সীমান্তে অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement