সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের (Karnataka) ম্যাঙ্গালুরু শহরে ভয়ংকর দুর্ঘটনা। বেপরোয়া গতিতে থাকা একটি গাড়ি আটমকা উঠে পড়ল ফুটপাথে। চোখের নিমেষে পিষে দিল পথচলতি পাঁচজনকে। এই ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত চার নাবালিকার অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত গাড়ির চালককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে মেঙ্গালুরুর লেডিহিল এলাকায়। নিয়ম মেনে পেডেস্ট্রিয়ান স্ট্রিটের ফুটপাথ দিয়ে হাঁটছিলেন পথচারীরা। তখনই আচমকা বেপরোয়া গাড়ি উঠে পড়ে ফুটপাথে। চোখের নিমেষে পাঁচজনকে পিষে দেয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ বছরের তরুণী রূপেশ্বরী। গুরতর আহত হয়েছে চার নাবালিকা। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়ংকর দুর্ঘটনার পরেও দাঁড়াননি গাড়ির চালক। পালিয়ে যান তিনি।
[আরও পড়ুন: ‘মেয়েকে যুদ্ধে পাঠান’, প্যালেস্টাইনের পক্ষ নেওয়ায় পওয়ারকে তীব্র কটাক্ষ হিমন্তের]
খবর পাওয়ামাত্র ঘটনার তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা হয়। এর পরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কমলেশ বলদেব। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, দুর্ঘটনাস্থল পালানোর পর একটি গাড়ির শোরুমের সামনে গাড়িটিকে দাঁড়ি করিয়ে বাড়ি চলে যান বলদেব। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।