shono
Advertisement

মহিলাকে ধর্ষণ করে খুন! ঘর থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। The post মহিলাকে ধর্ষণ করে খুন! ঘর থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:27 PM Mar 14, 2019Updated: 01:27 PM Mar 14, 2019

শঙ্কর রায়, রায়গঞ্জ: চল্লিশোর্ধ্ব এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সোহারই মোড়ে কুলিক পক্ষীনিবাস সংলগ্ন এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

Advertisement

রায়গঞ্জের  সোহারই মোড়ের নেতাজিপল্লি এলাকা থাকতেন আটচল্লিশের ওই মহিলা। জানা গিয়েছে, বুধবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ খেয়েদেয়ে শুতে যান তিনি। অভিযোগ, কিছুক্ষণ পর মদ্যপ অবস্থা দরজা ভেঙে ঘরে ঢোকে অজ্ঞাতপরিচয় এক যুবক। ওই মহিলাকে ধর্ষণ করে সে। বৃহস্পতিবার সকালে ঘর থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতদেহটি অর্ধনগ্ন ছিল। তাই ধর্ষণের আশঙ্কা আরও জোরালো হয়েছে। ওই মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

সোদপুরে শুটআউট, গুরুতর জখম তৃণমূলকর্মী ]

উত্তর দিনাজপুর পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ওই মহিলার দেহ পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাঁর দেহের ময়নাতদন্ত হবে। তারপরই নিশ্চিত হওয়া যাবে ওই মহিলাকে সত্যিই ধর্ষণ করে খুন করা হয়েছে নাকি শুধুই খুন হয়েছেন ওই মহিলা।  জানা গিয়েছে, এর আগেও ওই মহিলার বাড়িতে হামলা চালিয়েছিল নেশাখোর অজ্ঞাতপরিচয় ওই যুবক। অভিযোগ, সেবার মৃতের পুত্রবধূকে ধর্ষণ করেছিল সে। পরিবারের তরফে জানানো হয়েছে, সেই সময় ঘটনাটি ধামাচাপা দিয়ে দেওয়া হয়।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বরযাত্রী বোঝাই গাড়ি, মৃত ৩ ]

The post মহিলাকে ধর্ষণ করে খুন! ঘর থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement