shono
Advertisement
America

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, উত্তর ক্যারোলিনার পার্টিতে চলল গুলি, মৃত ২

মোট ১৩ জন গুলিবিদ্ধ হন, জানিয়েছে পুলিশ।
Published By: Kishore GhoshPosted: 09:02 PM Oct 25, 2025Updated: 09:18 PM Oct 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় অস্ত্র আইন নিয়ে বিতর্ক অব্যাহত। এর মধ্যেই ফের সেখানে বন্দুকবাজের হামলা। এবার উত্তর ক্যারোলিনায় সপ্তাহান্তের একটি পার্টিতে বন্দুকবাজের হামলা। শনিবারের ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলটি দক্ষিণ ক্যারোলিনা সীমান্তের কাছে র‍্যালি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। মোট ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহরের শেরিফ জানিয়েছেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে আইনরক্ষকরা সেখানে পৌঁছনোর আগেই পার্টিতে যোগ দেওয়া ১৫০ জন এলাকা ছাড়েন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত হত্যাকারী বন্দুকবাজের খোঁজ মেলেনি। কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘটনাস্থলটি দক্ষিণ ক্যারোলিনা সীমান্তের কাছের র‍্যালি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
  • এখনও পর্যন্ত হত্যাকারী বন্দুকবাজের খোঁজ মেলেনি। কাউকে গ্রেপ্তার করা হয়নি।
Advertisement