সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার লেবাননের রাজধানী বেইরুটে ইজরায়েলে হামলা! লক্ষ্য ছিল হেজবোল্লার এক শীর্ষ নেতা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নেতানিয়াহুর সেনার বিমান হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২১ জন। সেনা অভিযানের পরের ছবি-ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি বহুতলের একাংশ গুঁড়িয়ে গিয়েছে। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা।
ইজরায়েলের হামলার কথা জানানোর পর লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিমান হানায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২১। যদিও মৃতের সংখ্যা বাড়তে বলেই মনে করা হচ্ছে। কারণ ইজরায়েলি স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, এটি নিহত-আহতের 'প্রাথমিক সংখ্যা'। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, বেইরুটের দক্ষিণ শহরতলিতে জনবহুল এলাকায় হামলা চালানো হয়েছে। মৃতদের শনাক্ত করা যায়নি বলেও জানা গিয়েছে।
হেজবোল্লা নিশ্চিত করেছে, সংগঠনের এক শীর্ষ কমান্ডারকে হত্যার টার্গেটেই আক্রমণ হয়েছিল। যদিও ইজরায়েল সেনার মুখপাত্র লক্ষ্যবস্তুর নাম বলতে অস্বীকার করেছে। সংবাদসংস্থা জানিয়েছে, একটি নয়তলা ভবনের তৃতীয় এবং চতুর্থতলে আক্রমণ চালানো হয়। রাস্তায় বহুতলের ভাঙা অংশ খসে পড়ে। এর ফলে পার্শ্ববর্তী রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। কথা হল, যে শীর্ষ হেজবোল্লা নেতাকে নিকেশ করার লক্ষ্যে বিমান হানা চালানো হয়েছে তিনি কি নিহত? এই প্রশ্নের উত্তর মেলেনি।
