সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৬ ভারতীয় তীর্থযাত্রীর। নেপালের (Nepal) কাঠমাণ্ডু থেকে জনকপুরের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। পথেই বাস উলটে গিয়ে সোজা নদীর ধারে পড়ে যায়। গুরুতর আহত হয়েছেন বাসে থাকা সকলেই। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাতে এই ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৬ জনই ভারতীয়।
ঘটনাটি ঘটেছে নেপালের বরা জেলায়। বুধবার রাতেই কাঠমাণ্ডু (Kathmandu) থেকে রওনা দিয়েছিল তীর্থযাত্রী বোঝাই বাসটি। জনকপুরের (Janakpur) দিকে যাওয়ার কথা ছিল বাসের। বৃহস্পতিবার রাত দু’টো নাগাদ বাসটি চলাকালীনই উলটে যায়। ৫০ মিটার নীচে একটি নদীর ধারে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। চালক, সহকারী ও যাত্রী মিলিয়ে মোট ২৭ জন ছিলেন ওই বাসে।
[আরও পড়ুন: ১০০ বছরেও কি চাঁদে যেতে পারবে বাংলাদেশ-পাকিস্তান? কটাক্ষ তসলিমার]
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় আপাতত সাতজনের মৃত্যুর খবর মিলেছে। তার মধ্যে ছ’জনই ভারতের নাগরিক। সকলেই রাজস্থানের বাসিন্দা। তীর্থ করতেই তাঁরা নেপালে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এছাড়াও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নেপালের এক নাগরিকেরও। গুরুতর আহত হয়েছেন বাসে থাকা ১৯ যাত্রী। সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলেই তিনজন ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু হয়। পরে চিকিৎসা চলাকালীন প্রাণ হারান বাকি তিনজন। সূত্রের খবর, মৃতদের মধ্যে সকলের বয়স ৬০-এর উপর। তাঁদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন মহিলা তীর্থযাত্রী ছিলেন। প্রসঙ্গত, বুধবারও একইভাবে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছিল নেপালের একটি যাত্রীবাহী বাস। সেখানে আট যাত্রীর মৃত্যু হয়। পরের দিনই ফের দুর্ঘটনা নেপালে।