সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, রাখে হরি মারে কে! সেটাই মিলে গেল অক্ষরে অক্ষরে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজারায়েলে থাকাকালীন হামাসের হামলায় কোনওক্রমে প্রাণে বেঁচেছিলেন। দু’বছর পর ফের জঙ্গি হামলার মুখোমুখি হতে হল তাঁকে। তবে এবার অস্ট্রেলিয়ায়। যদিও কপাল জোরে এবারও প্রাণ রক্ষা হয়েছে তাঁর। তবে ঘটনায় আহত হয়েছেন তিনি।
যুবকের নাম আরসেন অস্ট্রোভস্কি। সম্প্রতি সপরিবারে তিনি অস্ট্রেলিয়ায় এসেছিলেন। রবিবার সিডনির বন্ডি সৈকতে ইহুদিদের প্রাচীন উৎসব ‘হানুকা’তে অংশগ্রহণ করছিলেন তিনি। সেই সময় আচমকা সেখানে হামলা চালায় দুই বন্দুকবাজ। গুলিতে ঝাঁজরা হয়ে যায় ১৫ জন। তবে বরাত জোরে প্রাণে বেঁচে যান তিনি। যদিও গুলির আঘাতে গুরুতর তিনি আহত হয়েছেন।
ভয়াবহ সেই ঘটনার বর্ণনা করতে গিয়ে আরসেন বলেন, “হানুকা উৎসবে অংশগ্রহণ করতে সপরিবারে আমি অস্ট্রেলিয়ায় এসেছিলাম। অন্যান্য সকলের মতোই উপস্থিত ছিলাম বন্ডি সৈকতে। প্রত্যেকেই খবু আনন্দে ছিল। অনেক শিশুরা সেখানে খেলাধূলাও করছিলেন। সেই সময় আচমকা হামলা হয়। গুলির আওয়াজ শুনেই সবাই এদিকে ওদিকে ছুটতে শুরু করে। কিছুই বুঝতে পারছিলাম না। তারপর চোখের সামনে দেখি রক্তগঙ্গা বয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “আমাদের জীবন (ইহুদিদের) অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। ৭ অক্টোবরের হামলায় আমি এধরনের দৃশ্য দেখেছিলাম। আমি স্বপ্নেও ভাবিনি অস্ট্রেলিয়ায় ফের এরকম ঘটনার সম্মুখীন হতে হবে।”
