সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা মেক্সিকোয়। জরুরি অবতরণ করতে গিয়ে একটি কারখানার ছাদে ভেঙে পড়ল বিমান। তারপরই উড়ানটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সেদেশের সংশ্লিষ্ট সংস্থা।
জানা গিয়েছে, বিমানটি একটি প্রাইভেট জেট ছিল। সোমবার সেটি আকাপুলকো থেকে মেক্সিকো সিটির টলুকা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। সূত্রের খবর, উড়ানের কিছুক্ষণ পরই বিমানটিতে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায়। তারপরই পাইলট তড়িঘড়ি উড়ানটিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। কিন্তু তখনই ঘটে যায় বিপত্তি। আকাপুলকো থেকে পাঁচ কিলোমিটার দূরে সান মাতেও আতেনকো শিল্পাঞ্চলে বিমানটি ভেঙে পড়ে। সূত্র মারফত জানা গিয়েছে, জরুরি অবতরণের সময় একটি কারখানার ছাদে থাকা ধাতব বস্তুতে বিমানটি প্রথমে আঘাত করে। তারপর সেখানেই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন লেগে যায়। মুহূর্তই কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল।
মেক্সিকো পুলিশ সূত্রে খবর, বিমানটিতে আট জন যাত্রী এবং দু’জন ‘ক্রু’ ছিলেন। তবে এখনও পর্যন্ত সাতজনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। কিন্তু কী কারণে বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
