shono
Advertisement
Statue Of Liberty

বিধ্বংসী ঝড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্ট্যাচু অফ লিবার্টি! ভাইরাল ভয়াল ভিডিও

শহরের পথে আতঙ্কে দৌড়োদৌড়ি মানুষের।
Published By: Kishore GhoshPosted: 03:35 PM Dec 16, 2025Updated: 03:35 PM Dec 16, 2025

সংবাদ  প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর ঝড়ের দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ‘স্ট্যাচু অফ লিবার্টি’! তবে কি ঝড়ে বিধ্বস্ত আমেরিকার নিউ ইয়র্ক শহর? না, তীব্র হাওয়ার দাপট দেখা গিয়েছে দক্ষিণ ব্রাজিলের গুয়াইবা শহরে। সেখানে একটি পার্কের কাছে হাভান মেগাস্টোরের বাইরে ছিল ‘স্ট্যাচু অফ লিবার্টি’র একটি অতিকায় প্রতিরূপ। যেটি ভেঙে পড়েছে প্রবল ঝড়ে। বিরাট চেহারার মূর্তিটি পার্শ্ববর্তী পার্কিং লটে বিপজ্জনক ভাবে ভেঙে পড়ে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

গুয়াইবা শহরে ‘স্ট্যাচু অফ লিবার্টি’র ২৪ মিটার উঁচু প্রতিরূপ ভেঙে পড়ার ভিডিও পোস্ট করা হয়েছে ‘সারা ইয়ানেজ-রিচার্ডস’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেখানে দেখা গিয়েছে, মাঝরাস্তায় থাকা বিশাল কাঠামোটি ধীরে ধীরে সামনের দিকে হেলে পড়ছে। শেষমেশ একটি খালি পার্কিং লটে ভেঙে পড়ে সেটি। সেই সময় পাশের রাস্তা দিয়ে বেশ কিছু গাড়ি যাতায়াত করছিল। মূর্তিটি পড়ার সময় কয়েক জনকে আতঙ্কে দৌড়োদৌড়ি করতে দেখা গিয়েছে। যদিও বড় কোনও বিপদ ঘটেনি বলেই জানা গিয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে ওই মূর্তিটি হাভান স্টোরের বাইরে বসানো হয়েছিল। কিন্তু সোমবার বেলার দিকে ৯০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় আছড়ে পড়ে শহরে। ঝড়ের দাপটে দক্ষিণ ব্রাজিলের বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়। আবহাওয়া দপ্তর এই বিষয়ে আগেই সতর্ক করেছিল। শেষ পর্যন্ত সেই ঝড়েই ভেঙে পড়ল ২৪ মিটারের মূর্তিটি। ‘স্ট্যাচু অফ লিবার্টি’ ভেঙে পড়ার ভিডিও দেখে অনেকে বিস্মিত। কেউ কেউ দুঃখ প্রকাশ করেছেন। লাইক-কমেন্টের বন্য়া বয়ে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্রাজিলের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে ওই মূর্তিটি হাভান স্টোরের বাইরে বসানো হয়েছিল।
  • লাইক-কমেন্টের বন্য়া বয়ে গিয়েছে ভিডিও দেখে।
Advertisement